প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি: সংগৃহতি

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে চাপ অব্যাহত রাখুন : প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৫ মে, ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওআইসি সদস্যভুক্ত রাষ্ট্রের মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখতে হবে। যাতে তারা রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে বাধ্য হয়। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওআইসিকে আমি দৃঢ়ভাবে তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি।

২০১৭ সালের অগাস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে বাংলাদেশ সীমান্তে ঢল নামে মুসলিম রোহিঙ্গাদের। নিপীড়িত সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আগে থেকে আছে আরও চার লাখের মতো রোহিঙ্গা।

ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের দুই দিনের সম্মেলনে বিভিন্ন দেশের ৪০ জন মন্ত্রী ও সহকারী মন্ত্রীসহ প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নিচ্ছেন। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads