প্রকৌশলবিদ্যার শিক্ষার্থী মানে যে সারাদিন বইয়ের ভাঁজে মুখ গুঁজে রাখা নয় কিংবা যন্ত্রপাতির সঙ্গেই দিন-রাত পার করে দেওয়া নয়, তার প্রমাণ মেলে দেবদারুঘেরা রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। বিশ্বকাপ শুরুর পর থেকেই ক্যাম্পাসের পুরো ১৫২ একরজুড়ে যেন বিরাজ করছে বিশ্বকাপ ফুটবলের আমেজ। শিক্ষার্থীদের আড্ডার একটি বড় অংশ দখল করে রেখেছে এই বিশ্বকাপ। বন্ধুদের সঙ্গে রাত জেগে খেলা দেখা, প্রিয় দলের বিজয়ে আনন্দ-উল্লাস ও অন্য দলের সমর্থক বন্ধুদের সঙ্গে মজা করেই কেটে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের এই দিনগুলো। খেলা শুরু হলেই ভিড় জমে যায় প্রতিটি হলের হলরুমে। বন্ধু, সিনিয়র-জুনিয়র সবাই টেলিভিশনের সামনে অধীর আগ্রহে বসে থাকে প্রিয় দলটির বিজয়ের অপেক্ষায়। পিছিয়ে নেই মেয়েরাও। খেলার সময় হলে টেলিভিশন রুমে হাজির হয়ে যায় ৪০ থেকে ৫০ জন ছাত্রী। উৎকণ্ঠা ও উল্লাসের মাঝেই কেটে যায় শ্বাসরুদ্ধকর ৯০টি মিনিট। ফুটবল যেন তখন আর কোনো খেলা থাকে না, পরিণত হয় এক উৎসবে।
ফুটবল বিশ্বকাপের এই উন্মাদনা ছড়িয়ে পড়েছে রুয়েটের বিভিন্ন ক্লাবেও। ৮টি দলের ৪০ জন বিতার্কিক নিয়ে রুয়েট ডিবেটিং ক্লাব গত ২৮ জুন আয়োজন করেছিল ‘রুয়েট ডিসি ওয়ার্ল্ড কাপ ফুটবল ডিবেট টুর্নামেন্ট ২০১৮’। এবারের বিশ্বকাপের জনপ্রিয় ৮টি দলের নামে দলগুলোর নামকরণ করা হয়েছিল। বিশ্বকাপের অর্থনৈতিক ও সামাজিক প্রভাব এবং ফুটবলকেন্দ্রিক অন্যান্য বিষয় নিয়ে যৌক্তিক পর্যালোচনার মাধ্যমে বিতর্কের মঞ্চে চলেছিল বিতার্কিকদের হাড্ডাহাড্ডি লড়াই।
ফুটবল বিশ্বকাপের অন্যতম একটি আকর্ষণ হলো অন্য দলের সমর্থকদের সঙ্গে মজার ও উপভোগ্য কিছু ঝগড়ার মুহূর্ত। আর ঠিক এটিকে কেন্দ্র করেই রেডিও রুয়েট গত ২৯ জুন আয়োজন করেছিল ‘রুয়েট কাঁপে বিশ্বকাপে’ নামের একটি শো। এতে উপস্থিত ছিলেন বিশ্বকাপের বিভিন্ন দলের সমর্থকরা এবং রুয়েট ফুটবল ক্লাবের একজন সিনিয়র খেলোয়াড়। পুরো শো-জুড়ে ছিল তাদের সঙ্গে আড্ডা ও মজার কিছু ঝগড়া। এ ছাড়া ফোনের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত্ত থেকে শোনা হয়েছিল রুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের বিশ্বকাপ নিয়ে মজার মজার সব স্মৃতি। চার বছর পর পর অনুষ্ঠিত এই বিশ্বকাপ ফুটবল রুয়েটের ১৫২ একরের সবুজ ক্যাম্পাসে নিয়ে আসে এক উৎসবের আমেজ। প্রিয় দলটিকে সমর্থন করার পাশাপাশি এখানকার শিক্ষার্থীরা স্বপ্ন দেখে একদিন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশও স্থান করে নেবে বিশ্বকাপ ফুটবলের মতো বড় একটি আসরে।