রুশ সাংবাদিক হত্যা নাটক, ইউক্রেনের সমালোচনা

দুই পক্ষের বাদানুবাদের মধ্যেই বুধবার এক সংবাদ সম্মেলনে হাজির হন বাবচেঙ্কো

ইন্টারনেট

বিদেশ

রুশ সাংবাদিক হত্যা নাটক, ইউক্রেনের সমালোচনা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১ জুন, ২০১৮

কিয়েভে আশ্রয় নেওয়া রুশ সাংবাদিক আরকাদি বাবচেঙ্কোর ‘হত্যা’ নিয়ে নাটক সাজিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থার এক কর্মকর্তা বাবচেঙ্কোকে নিয়ে ‘ভুয়া তথ্য’ ছড়ানোয় ইউক্রেনের নিন্দা করেছেন। এ ছাড়া সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার কিয়েভের কর্মকাণ্ডকে ‘তথ্য যুদ্ধের অংশ’ অ্যাখ্যা দিয়েছে বলে খবর বিবিসির।

ক্রেমলিনের সমালোচক হিসেবে পরিচিত ৪১ বছর বয়সী বাবচেঙ্কোকে গুলি করে হত্যা করা হয় বলে মঙ্গলবার জানিয়েছিল কিয়েভ পুলিশ। হত্যাকাণ্ডের পেছনে রাশিয়ার হাত থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছিল তারা। এ নিয়ে দুই পক্ষের বাদানুবাদের মধ্যেই বুধবার এক সংবাদ সম্মেলনে হাজির হন বাবচেঙ্কো। গত বুধবার সংবাদ সম্মেলনে হাজির হয়ে ২০১৭ সালে রাশিয়া ছেড়ে আসা এই সাংবাদিক জানান, মাসখানেক আগে তাকে হত্যায় রুশ চক্রান্তের কথা জানতে পেরে ইউক্রেনের পাল্টা অভিযানে সহায়তা করেছেন তিনি। হত্যার নাটক করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না বলে উপস্থিত সাংবাদিকদের বলেন বাবচেঙ্কো।

এদিকে ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতাবিষয়ক সংস্থা অরগানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) গণমাধ্যমের স্বাধীনতাবিষয়ক প্রতিনিধি হারলেম দেসি নিন্দা জানিয়ে বলেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জনগণের কাছে সঠিক তথ্য সরবরাহ করা। এ ছাড়া বাবচেঙ্কোকে নিয়ে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার কৌশলের সমালোচনা করেছেন রিপোর্টার্স উইদাউট বর্ডারের প্রধান ক্রিস্টোফে ডেলোয়েরও।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads