প্রথম ম্যাচে বাংলাদেশ নারী দল স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিল ১৬৪ রান। ১০৬ রানে হারলেও মনে হয়েছিল পরের ম্যাচগুলোতে হয়তো আরো ভালো স্কোর করতে পারবে। কিন্তু দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ১০০ রানই পেরুতে পারেননি তারা। দ্বিতীয় ম্যাচে ৮৯ রানের পর গতকাল তৃতীয় ম্যাচে মাত্র ৭১ রানে গুটিয়ে যায় নারী দলটি। জবাবে মাত্র ১৪.২ ওভারে ১ উইকেটে ৭২ রান করে প্রোটিয়ারা। আর ৯ উইকেটে হেরে দু’ম্যাচ বাকি থাকতেই ০-৩ ব্যবধানে সিরিজ খোয়াল বাংলাদেশ।
টসহারা বাংলাদেশ দলের নিগার সুলতানা ও পান্না ঘোষ ছাড়া কেউই ডাবল ফিগারে পৌঁছতে পারেননি। নিগার অপরাজিত ৩৩ রান করেন ৯৭ বলে। আর পান্না ৪১ বলে করেন ১২ রান। দক্ষিণ আফ্রিকার আয়াবোঙ্গো ৩টি এবং মারিজানি ২টি উইকেট লাভ করেন।
দক্ষিণ আফ্রিকার ইনিংসে লিজেলি অপরাজিত ৪৪, চেত্তি অপরাজিত ১৫ ও স্টেইন ১২ রান করেন। বাংলাদেশের নাহিদা আকতার একমাত্র উইকেটটি লাভ করেন ১৯ রানের বিনিময়ে।
বৃহস্পতিবার ও রোববার সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।