রিয়ালে জিদান যুগের অবসান

সফল কোচ জিনেদিন জিদান

িইন্টারনেট

ফুটবল

রিয়ালে জিদান যুগের অবসান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১ জুন, ২০১৮

রিয়াল মাদ্রিদের ইতিহাসের অন্যতম সফল কোচ জিনেদিন জিদান। ২০১৬ সালের জানুয়ারিতে কোচ হয়ে রিয়ালকে এনে দিয়েছেন চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও ক্লাব বিশ্বকাপসহ ৯টি শিরোপা। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগ ট্রফি উপহার দিয়ে নিজেকে পৌঁছে দিয়েছেন অনন্য উচ্চতায়। তার নেতৃত্বে আগামীতে এগিয়ে যাবে স্প্যানিশ রাজধানীর এই জায়ান্ট ক্লাব- এমনটাই ছিল সবার ধারণা। কিন্তু চ্যাম্পিয়নস লিগ জেতার সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফুটবল দুনিয়াকে হতবাক করে দিয়ে রিয়ালের ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন জিনেদিন জিদান।

সান্তিয়াগো বার্নাব্যু শিবির থেকে আকস্মিক পদত্যাগ সম্পর্কে ফ্রান্সের সাবেক এই কিংবদন্তি মিডফিল্ডার সংবাদ সম্মেলনে জানান, ‘যাওয়ার সময় হয়ে গেছে। দরকার এখন পরিবর্তন। ফুটবলারদের প্রয়োজন ভিন্ন উপদেশ, ভিন্ন কৌশল প্রণালী। এটা আমার সিদ্ধান্ত।’ তবে অনেকেই মনে করছেন, বিদায়ী মৌসুমে লা লিগায় তৃতীয় হয়েছে রিয়াল মাদ্রিদ। এটাই সম্ভবত জিদানের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর প্রধান কারণ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads