অন্যের শেয়ার করা স্টোরিজ পছন্দ হলে তা নিজের টাইমলাইনে পুনরায় শেয়ার করার নতুন ফিচার এনেছে ছবি শেয়ারিংয়ের জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। নতুন এই ফিচারে কোনো ছবি পছন্দ হলে তাতে নিজের মন্তব্য লিখে শেয়ার করা যাবে, চাইলে বন্ধুদেরকেও এতে ট্যাগ করা যাবে। তবে পাবলিক অ্যাকাউন্ট ছাড়া কোনো পোস্ট রিশেয়ার করা যাবে না।
ইনস্টাগ্রাম ফিডে কোনো স্টোরি শেয়ার করতে চাইলে ডাইরেক্ট মেসেজিং অপশনে যেতে হবে। সেখানে স্টোরি তৈরির জন্য নতুন অপশন দেখা যাবে, যাতে লেখা থাকবে ‘ক্রিয়েট অ্যা নিউ স্টোরি উইথ দিস পোস্ট’। এতে ট্যাপ করলে যে পোস্টটি ব্যাকগ্রাউন্ডসহ স্টিকার আকারে প্রদর্শিত হবে, সেই পোস্টটি শেয়ার করা হলে এতে আসল ছবিদাতার নাম দেখা যাবে। এতে অরিজিনাল পোস্টটি দেখার জন্য ট্যাপ করা যাবে।
তবে কোনো ব্যবহারকারী যদি তার পোস্টের রিশেয়ার অপশন বন্ধ রাখতে চান তাহলে তাকে সেটিংসে গিয়ে তা বন্ধ করতে হবে। ফিচারটি এখনো সব ব্যবহারকারীর ফোনে পৌঁছায়নি। তবে অচিরেই এটি সবার কাছে পৌঁছে যাবে।