রিমান্ড শেষে কারাগারে অভিনেত্রী নওশাবা

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ

সংরক্ষিত ছবি

আইন-আদালত

রিমান্ড শেষে কারাগারে অভিনেত্রী নওশাবা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ অগাস্ট, ২০১৮

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে রিমান্ড শেষে আবারো কারাগারে নেওয়া হয়েছে। গতকাল সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালতের বিচারক আসাদুজ্জামান নূর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে তাকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় দুই দফা ৬ দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিন চাওয়া হয়। নওশাবার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এএইচ কায়সারুল ইসলাম।

তিনি বলেন, দুই দফা রিমান্ডের ফলে নওশাবা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে জামিন দেওয়া প্রয়োজন। বিপরীতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নওশাবাকে কারাগারে রাখার আবেদন জানান। আদালত নওশাবার পক্ষের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads