আনন্দ বিনোদন

রিক্তার জীবনপুর

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৬ মে, ২০১৮

সাত পর্বের নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন অভিনেত্রী ফারজানা রিক্তা। ধারাবাহিকের নাম ‘জীবনপুর’। এসএম নোমান হাসান খানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুয়েল শরীফ।

সামাজিক সচেতনতামূলক বিভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। চারপাশের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানগুলো তুলে ধরা হয়েছে গল্পে। গল্পে দেখা যাবে, কলেজপড়ুয়া রুবি সামাজিক সচেতনতামূলক বিভিন্ন কাজের সঙ্গে জড়িত। শিশুস্বাস্থ্য, গর্ভবতী মায়েদের যত্ন, বাল্যবিয়ে, নারীশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে কাজ করে সে।

রিক্তা বলেন, ‘খুবই সুন্দর একটি গল্পের ধারাবাহিকে অভিনয় করেছি। এর আগে এমন গল্পে আমি অভিনয় করিনি। বিভিন্ন বিষয়ে সামাজিক সচেতনতা বাড়ানোর জন্য নাটকটি নির্মাণ করা হয়েছে। আমার বিশ্বাস, নাটকটি থেকে দর্শক বিভিন্ন বিষয়ে সচেতন হবেন।’

খুব শিগগিরই বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— গোলাম ফরিদা ছন্দা, ফকরুল বাসার মাসুম, আমিরুল হক চৌধুরী, ফারুক আহমেদ, তিনু করিম, সোহেল, হিমে হাফিজসহ অনেকে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads