রাস্তায় বেসরকারি পরিবহন না থাকায় দুর্ভোগে যাত্রীরা

বিআরটিসির বাসে ওঠার চেষ্টা করছেন যাত্রীরা। ছবিটি রবিবার সকাল আটটায় রাজধানীর ফার্মগেট থেকে তোলা

ছবি : তানভীর আহমেদ ছিদ্দিকী

যোগাযোগ

রাস্তায় বেসরকারি পরিবহন না থাকায় দুর্ভোগে যাত্রীরা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৫ অগাস্ট, ২০১৮

টানা অষ্টম দিনের মতো দুর্ভোগে রাজধানীর মানুষ। রোববার সকাল ৮টার দিকে ঢাকার অভ্যন্তরীণ সড়কগুলোতে কোনো বাস চলাচল করতে দেখা যায়নি।

সড়কে কেবল রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বিআরটিসির বাস চলাচল করছে, যা প্রয়োজনের তুলনায় খুব কম। এ ছাড়া প্রাইভেটকার, মাইক্রোবাস, অটোরিকশা, রিকশা, অ্যাম্বুলেন্স রাস্তায় দেখা গেছে। বাস না পেয়ে হাজারো কর্মমুখী মানুষ হেঁটেই নিজ গন্তব্যের দিকে রওনা হয়েছেন।

শুক্র-শনি সাপ্তাহিক ছুটির পর রবিবার থেকে যথারিতি অফিস খুলছে। ফলে সড়কে কর্মব্যস্ত মানুষের উপচেপড়া ভিড়।

রাজধানীর বেশীরভাগ রোডেই সরকারি বিআরটিসি ছাড়া তেমন কোনো বাস চোখে পড়েনি।

উল্লেখ্য, রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার পর প্রতিবাদে রাস্তায় বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এরপর থেকে ঢাকার অভ্যন্তরীণ সড়কগুলোয় বাস চলাচল একেবারেই কমে যায়। এমনকি আন্তজেলা বাস চলাচলও বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads