রাবির সেই দুই বিভাগ এক করার সিদ্ধান্ত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)

সংরক্ষিত ছবি

শিক্ষা

রাবির সেই দুই বিভাগ এক করার সিদ্ধান্ত

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ৭ ডিসেম্বর, ২০১৮

অবশেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত পদার্থ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূত করা হচ্ছে। গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সভায় এই দুই বিভাগ একীভূত করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। চলতি ২০১৮-১৯ শিক্ষাবর্ষেই এ সিদ্ধান্ত কার্যকর হবে। গতকাল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু।

এ সিদ্ধান্তের ফলে চলতি শিক্ষাবর্ষে এপিইই বিভাগে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ইইই বিভাগের শিক্ষার্থী হিসেবে গণ্য হবেন। এ ছাড়া এপিইই বিভাগের বর্তমান শিক্ষার্থীদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে একটি কমিটিও গঠন করা হয়েছে।

লায়লা আরজুমান বানু বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আবদুস সোবহান সভাপতিত্ব করেন। সেখানে চলতি শিক্ষাবর্ষ থেকে দুটি বিভাগকে এক করে ইইই বিভাগের অধীন ৮০ শিক্ষার্থীকে ভর্তি করা হবে। এর আগে এপিইই বিভাগে ৫০ শিক্ষার্থী ও ইইই বিভাগে ৩০ শিক্ষার্থী ভর্তি করা হতো।

তিনি আরো জানান, এপিইই বিভাগের বর্তমান শিক্ষার্থীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মো. জাকারিয়াকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি বিভাগ দুটির কারিকুলাম পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

গত ১১ নভেম্বর থেকে ফলিত পদার্থ ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সঙ্গে একীভূত করার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছিলেন এপিইই বিভাগের শিক্ষার্থীরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads