রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৪ দিনব্যাপী আন্তর্জাতিক ছায়া জাতিসংঘ সম্মেলন আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। সম্মেলনের এবারের প্রতিপাদ্য হচ্ছে- নবায়নযোগ্য শক্তির সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন কর্মকাণ্ডে তরুণদের উদ্বুদ্ধ করা। পঞ্চমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানটি চলবে আগামী রোববার পর্যন্ত। গতকাল বুধবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির ডিরেক্টর জেনারেল গাজী সৈকত।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, বৃহস্পতিবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে সম্মেলনের মহাসচিব মুহাম্মাদ মামুন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন হবে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসহ ৬টি সম্মেলন কক্ষে ভারত, নেপাল, সোমালিয়াসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেবে।
সম্মেলনের দ্বিতীয় ও তৃতীয় দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) কমিটি সেশন হবে। চতুর্থ দিন রোববার বিকাল সাড়ে ৪টায় সমাপনী অনুষ্ঠান হবে। সম্মেলন শেষে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান করা হবে।
সম্মেলনের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজশাহী-২ আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা, রাজশাহী-৫ আসনের সাংসদ আবদুল ওয়াদুদ দারা, রাবির ভিসি অধ্যাপক এম আবদুস সোবহান, প্রোভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা, অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া, ছাত্র উপদেষ্টা ড. লায়লা আরজুমান বানু, জনসংযোগ দফতরের প্রশাসক ড. প্রভাষ কুমার কর্মকার প্রমুখ।