নির্বাচনে মশগুল বাংলাদেশ। ব্যস্ত প্রার্থী-সমর্থক সবাই। এ যুদ্ধ আপাতত মনোনয়ন নিজের করে নেওয়ার। কোন আসনে কে পাচ্ছেন মনোনয়ন। এই নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রত্যন্ত অঞ্চলের ঝুপড়ি ঘর থেকে রাজধানী ঢাকার দলীয় কার্যালয় পর্যন্ত নির্বাচনের আমেজ। সর্বত্র উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। নতুন করে আলোচনায় যোগ হয়েছে এতদিন রাজনীতির বাইরে থাকা সফল মানুষগুলো। একাদশ সংসদ নির্বাচনে একের পর এক তারকাখ্যাত খেলোয়াড়, শিল্পী, মডেল, অভিনেতা ছাড়াও বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক আমলাদের নাম প্রার্থী তালিকায় এসে যুক্ত হয়েছে। এদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে বাড়তি সুবিধা আদায়ের কৌশল চলছে। পাশাপাশি রয়েছে ব্যবসায়ী প্রার্থীরাও। গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী হওয়ার উদার নিয়মতান্ত্রিকতায় বংশীবাদক বাঁশি ফেলে, কবি কবিতা ফেলে, ঢাকি ঢাক ফেলে, গায়ক তার গান ফেলে নির্বাচনে প্রতিযোগী হতে চাইছেন। গণতন্ত্রের বিশাল গণ্ডিতে স্বচ্ছ মানুষেরা রাজনীতিতে ফিরে এলে উপকৃতই হবে দেশ। ঘুণে ধরা রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনতে প্রয়োজন গুণী মানুষগুলোকে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করা। যা চলমান নির্বাচনী বাস্তবতায় প্রক্রিয়াধীন রয়েছে।
সাধারণ মানুষের মধ্যে তারকাখ্যাত যে ক’জন আলোচনার দ্যুতি ছড়িয়েছেন, তাদের মধ্যে অন্যতম টাইগার ক্রিকেটে অত্যন্ত সফল, খাঁটি দেশপ্রেমিক ও তরুণ আইকন মাশরাফি বিন মর্তুজা। নড়াইল-২ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে যাচ্ছেন মাশরাফি। মাশরাফি ছাড়াও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম শোনা গেলেও সর্বশেষ খেলার স্বার্থে তিনি নিজেকে সরিয়ে নেন। সাকিব ছাড়া ক্রিকেটে সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত মাশরাফির আওয়ামী লীগ তথা মহাজোটের প্রার্থী হওয়াটা অনেকটাই নিশ্চিত।
শোবিজ তারকাদের মধ্যে আলোচনায় রয়েছেন চিত্রনায়ক ফারুক, জনপ্রিয় অভিনেতা আসাদুজ্জামান নূর, সোহেল রানা, গীতিকার মাজহারুল আনোয়ার, অভিনেত্রী সারাহ বেগম কবরী, সঙ্গীতশিল্পী মমতাজ, নাট্যাভিনেত্রী তারানা হালিম, কণ্ঠশিল্পী কনকচাঁপা, অভিনেত্রী শমী কায়সার, রোকেয়া প্রাচী, কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মনির খান, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেতা ডিপজল, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক হেলাল খান ও শাকিল খান। এ ছাড়া সবচেয়ে চমক হিসেবে হাজির হয়েছেন আরেক আলোচিত হিরো আলম। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তিনি। বগুড়া-৪ আসনে এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে জাতীয় পার্টি থেকে কিনেছেন মনোনয়নপত্র। স্বপ্ন এবার সংসদ সদস্য হওয়া! সে স্বপ্ন পূরণের পথেই ছুটছেন তিনি। রাজনীতিতে দর্শকপ্রিয় এসব মানুষের অংশগ্রহণ রাজনৈতিক শুদ্ধতা কতটুকু এনে দেবে এই নিয়ে চলছে জল্পনাকল্পনা।
বিশ্বের বিভিন্ন দেশে শোবিজ তারকাদের নির্বাচনে অংশ নেওয়ার ঘটনা বেশ রয়েছে। প্রতিবেশী দেশ ভারত এক্ষেত্রে অনেকগুণ এগিয়ে। বলিউড তারকা সুনীল দত্ত, মিঠুন চক্রবর্তী, গোবিন্দ, বিনোদ খান্না থেকে শুরু করে টালিউড তারকা তাপস পাল, এমনকি হালের ক্রেজ দেব পর্যন্ত সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে গলায় ঝুলিয়েছেন বিজয়মাল্য। এ ছাড়া ২০১৯ সালে অনুষ্ঠিতব্য লোকসভা নির্বাচনেও প্রার্থী হতে পারেন নানা পাটেকর, অক্ষয় কুমার, প্রীতি জিনতা, কঙ্গনা রানাওয়াত ও রবিনা ট্যান্ডনের মতো রুপালি পর্দার তারকারা।
বাংলাদেশি বাস্তবতায় বিগত নির্বাচনগুলোতে অল্পসংখ্যক খেলোয়াড় ও অভিনেতা-অভিনেত্রী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শোবিজ তারকাদের প্রার্থিতা ছাড়িয়ে যেতে পারে অতীতের সব রেকর্ড। ইতোমধ্যেই বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপির মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন একঝাঁক তারকা। এদের অধিকাংশেরই প্রার্থিতা অনেকটা নিশ্চিত। তারা কেউ রুপালি পর্দায় অভিনয়ের শ্রেষ্ঠ ইন্দ্রজালে আবদ্ধ করেছেন মানুষকে, কেউবা কণ্ঠকুহকে মাতিয়েছেন দর্শকহূদয়, কেউবা মাঠের খেলোয়াড়ি দক্ষতায় চিনিয়েছেন নিজের জাত। যে যার নিজস্ব প্রতিভাশৈলীতে দেশ মাতালেও এবার নেমেছেন ভোট রাজনীতির জনপ্রতিনিধিত্বশীল নেতৃত্ব দখল এবং অতঃপর নিজেদের প্রকৃত সেবক হিসেবে জনপ্রত্যাশা পূরণের সফল সঙ্গী হতে। এখন প্রশ্ন- ভোটবিস্তর গগনে প্রজ্বলিত এই তারকাদল নির্বাচিত হলে পারবে কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে?
জনসেবার প্রকৃত মানসিকতা নিয়ে এগিয়ে গেলে হয়তো তারকাখ্যাতির সম্মানটুকু বজায় থাকবে। আর তা না করে ভোগ-বিলাসিতায় ভেসে গেলে সেটা হবে অভিশপ্ত রাজনীতিতে আরেক ধাপ এগিয়ে যাওয়া বৈকি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনীতির গন্ধহীন মানুষের মধ্যে যারা নির্বাচনী প্রার্থী হয়ে জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন বুনছেন তাদের সত্যিকার অর্থেই স্বপ্ন পূরণের সফল সারথী হিসেবে নিজেকে মেলে ধরতে হবে। শুধু নামকাওয়াস্তে প্রার্থী কিংবা নির্বাচিত প্রতিনিধি হলে চলবে না। ভোট বৈতরণী পার হয়ে মানুষের সমস্যা সম্ভাবনা নিয়ে ভাবতে হবে। সাধারণ মানুষের কাতারে নেমে প্রকৃত সেবকের ভূমিকায় অবতীর্ণ হওয়াটা জরুরি। তবেই হবে মঙ্গল, আসবে সফলতা।
বিশ্বজিত রায়
লেখক : প্রাবন্ধিক
bishwa85@gmail.com