• শনিবার, ১৫ মার্চ ২০২৫ | ১৫ চৈত্র ১৪৩১ | ১৫ শাওয়াল ১৪৪৬
রাজধানীতে ফের বাসের ধাক্কায় যুবক নিহত

আন্দোলনের মধ্যেই ঢাকা শহরে বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক যুবক

প্রতীকী ছবি

দুর্ঘটনা

রাজধানীতে ফের বাসের ধাক্কায় যুবক নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৪ অগাস্ট, ২০১৮

নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই ঢাকা শহরে বাসের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক যুবক। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মগবাজারে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা যুবককে ধাক্কা দেওয়া বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর নামে একটি পরিবহনের বাসের চাপায় নিহত হয় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী। ওই ঘটনার প্রতিবাদ এবং ‘নিরাপদ সড়ক’-এর দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে গতকাল বাসের ধাক্কায় এ মৃত্যুর ঘটনা ঘটল।

মগবাজারে নিহত যুবকের নাম সাইফুল ইসলাম রানা (৩০)। তিনি মগবাজারের ঢাকা কমিউনিটি হাসপাতালের নার্স ছিলেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মো. মারুফ হোসেন সরদার জানান, দুপুর দেড়টার দিকে মগবাজার ওয়্যারলেসের কাছে ফ্লাইওভারের ঢাল দিয়ে নামার সময় এসপি গোল্ডেন লাইনের বাসটি (ঢাকা মেট্রো ঝ ১৪-০২১৪) রানার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে পাশের সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রানাকে চাপা দেওয়ায় আশপাশের জনতা এসে চালককে মারধর করে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

রানার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।

ফায়ার সার্ভিস সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা তানারুল ইসলাম জানান, মগবাজার ওয়্যারলেস গেট সংলগ্ন একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন নিহত রানার বাবা, দুই বোন সাথী ও যূথীসহ পরিবারের অন্য সদস্যরা। নিহতের খালা রোখসানা বেগম হাসপাতালে সাংবাদিকদের জানান, রানা বরিশাল জেলার বানারীপাড়া তেতলা গ্রামের শাহজাহান আলীর ছেলে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি সবার বড় ছিলেন। খিলগাঁও গোড়ান হাড়ভাঙ্গা মোড় এলাকায় তিনি বসবাস করতেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads