রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে মা ও মেয়েকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার ভোরে রাইখালীতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- ম্রা সুই খই মারমা (৬০) ও ম্য সাং নু মারমা (২৯)।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ উদ্দীন জানান, মঙ্গলবার ভোররাতে রাইখালীতে নিজেদের ঘরে ঢুকে মা ও মেয়েকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তবে ঠিক কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান ওসি।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মা-মেয়ের উভয়ের স্বামী আগে মারমা লিবারেশন পার্টি এমএলটির সক্রিয় সদস্য ছিল। সম্প্রতি তারা সেই দলটি ত্যাগ করে পাহাড়ের একটি আঞ্চলিক রাজনৈতিক দলে যোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে এমএলটিরসশস্ত্র সন্ত্রাসীরা রাতের অন্ধকারে তাদের বসতঘরে হামলা চালিয়ে মা-মেয়েকে হত্যা করে চলে যায়। এই ঘটনায় বর্তমানে পুরো এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।