চাঁদপুরের কচুয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী শাহনাজ বেগমকে গলাটিপে শ্বাসরোধে হত্যার দায়ে আদালত স্বামী মো. মঞ্জিল মিজি ও তার বন্ধু মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান এই রায় দেন।
মামলার বিবরণ থেকে জানাযায়, ২০১১ সালের ২৩ সেপ্টেম্বর গভীর রাতে শাহনাজ বেগমকে তার স্বামী মঞ্জিল ও বন্ধু মিজান গলাচেপে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় ওই দিন শাহনাজ এর পিতা মো. শাহ্ আলম কচুয়া থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কচুয়া থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মো. নিজাম উদ্দিন ২০১২ সালের ৫ ফেব্রুয়ারি আসামীদের বিরুদ্ধে ৩০২/৩৪ধারায় অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সরকার পক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আমান উল্লাহ জানান, মামলায় আদালত ১৫ জনের মধ্যে ১২ জনের স্বাক্ষ্য গ্রহন করেন। আদালত স্বাক্ষ্য প্রমাণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আসামীদের মৃত্যুদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।