রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের সাজা বহাল

সিলেটের ব্যবসায়ী রাগীব আলী

ছবি:ধ সংগৃহীত

আইন-আদালত

রাগীব আলী ও তার ছেলের ১৪ বছরের সাজা বহাল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৯ অগাস্ট, ২০১৮

ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির মামলায় সিলেটের ব্যবসায়ী রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের ১৪ বছর কারাদণ্ডের রায় বহাল রেখেছেন জজ আদালত। আজ বৃহস্পতিবার সিলেটের বিশেষ দায়রা জজ দিলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন।

আদালতের পিপি নওশাদ আহমদ চৌধুরী জানান,

গত বছরের ২ ফেব্রুয়ারি রাগীব আলী ও তার ছেলেকে ১৪ বছরের সাজা দেন সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরো। এ রায়ের বিরুদ্ধে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন রাগীব আলী ও তার ছেলে।

রাগীব আলীর বিরুদ্ধে ২০০৫ সালের একটি হিন্দু দেবত্তোর সম্পত্তি বেদখলের অভিযোগ রয়েছে।

১৯১৫ সালে এক হিন্দু ব্যক্তি নিজের চা বাগান এলাকার প্রায় ৪২৩ একর জমি এক মন্দিরের জন্য দান করে দেন। সেই জমিটিই সই জালিয়াতি করে বেদখল করে নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে রাগীব আলী ও তার ছেলের বিরুদ্ধে।

২০০৫ সালে জালিয়াতি ও সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানায় দুটি মামলা করেন সিলেট সদরের তৎকালীন কমিশনার (ভূমি) এসএম আব্দুল কাদের।

মামলা হওয়ার ১১ বছর পর সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের অতিরিক্ত সুপার সারোয়ার জাহান ২০১৬ সালের ১০ জুলাই দুই মামলায় আদালতে অভিযোগপত্র দেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads