রাইড শেয়ারিং সনদের জন্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কাছে আবেদন করেছে সাতটি রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম। এগুলো হলো উবার, পাঠাও, সহজ, চালডাল, আকাশ টেকনোলজি, গোল্ডেন রিং এবং ও ভাই।
বিআরটিএ সূত্রে জানা গেছে, প্রাপ্ত সকল আবেদন যাচাই শেষে সনদ প্রদান করা হবে। রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলো যাত্রীর নিরাপত্তা এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে কী পদক্ষেপ নিয়েছে সেসব বিষয়ও বিবেচনায় নেওয়া হবে সনদ দেওয়ার ক্ষেত্রে।
এর আগে এনলিস্টমেন্ট সনদ নেওয়ার জন্য এক মাস সময় বেঁধে দিয়ে গত ১৯ এপ্রিল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিআরটিএ। রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যারা এসব প্ল্যাটফর্মে রাইড শেয়ার করবেন, তাদের জন্যও মোটরযান এনলিস্টমেন্ট সনদ গ্রহণের বিষয়টি বাধ্যতামূলক করা হয়।
রাইড শেয়ারিং নীতিমালা ২০১৭ অনুযায়ী, সনদ গ্রহণের জন্য রাইড শেয়ারিং প্ল্যাটফর্মের ফি নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা। এ ছাড়া রাইড শেয়ারের উদ্দেশ্যে মোটরযান এনলিস্টমেন্ট সনদ গ্রহণের ফি নির্ধারণ করা হয়েছে মোটরসাইকেলের ক্ষেত্রে ৫শ টাকা এবং অন্যান্য যানের ক্ষেত্রে এক হাজার টাকা।
উল্লেখ্য, দেশে রাইড শেয়ারিং প্ল্যাটফর্মগুলোর জনপ্রিয়তা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গত বছরের জুনে রাইড শেয়ারিং নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয় সরকার। গত বছরের অক্টোবরেই নীতিমালার খসড়া তৈরি করা হয়, যা যাচাই-বাছাই শেষে এ বছরের ১৫ জানুয়ারি মন্ত্রিসভায় অনুমোদন পায়। ২৮ ফেব্রুয়ারি নীতিমালার গেজেট প্রকাশ করে সরকার।