শুধু ঘরে ফেরা মানুষরাই নন, রংপুরে থেকে প্রয়োজনে রাজধানীতে যাওয়া মানুষদেরও গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া! ট্রেনের কাউন্টারে গেলে বলা হচ্ছে টিকেট নেই। অথচ স্টেশনের টোকাইরাও দ্বিগুণ মূল্যে বিক্রি করছে ওই টিকেট। এ ছাড়া কোনো নিয়ম-নীতি না মেনেই বাসেও ভাড়া বাড়ানো হয়েছে প্রায় দ্বিগুণ।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী গতকাল রোববার সকাল ৮টা থেকে বেলা ১টা পর্যন্ত ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনের টিকেট বিক্রি হওয়ার কথা থাকলেও যাত্রীরা সকাল সাড়ে ৮টায় গিয়েও কোনো টিকেট পাননি। তবে প্ল্যাটফর্ম চত্বরে টোকাইদের হাতে দ্বিগুণ মূল্যে পাওয়া যাচ্ছে ওই টিকেট।
স্টেশন এলাকায় কথা হয় সোলায়মান আলীর সঙ্গে। তিনি বলেন, ‘আমি সকাল সোয়া ৮টায় এসেছি। কিন্তু টিকেট পাইনি। এতগুলো টিকেট কী করে মাত্র ১৫-২০ মিনিটে শেষ হয়ে গেল বুঝতে পারলাম না?’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শামস আরা সুমি বলেন, ‘আমাকে জরুরি ভিত্তিতে ঢাকা যেতে হবে, কিন্তু এসে দেখি টিকেট নেই। এদিক-সেদিক খোঁজার চেষ্টা করি। এ সময় ৮-১০ বছরের একটি ছেলে এসে বলে, ম্যাম টিকেট লাগলে দিতে পারব, কিন্তু টাকা লাগবে ১২শ’।’
রংপুর স্টেশন সুপার শোভন রায় বলেন, ‘টিকেট কালোবাজারির কোনো সুযোগ নেই। অনলাইন হওয়ার কারণে অনেকেই ঘরে বসে টিকেট কিনছেন। সে কারণে যাত্রীরা স্টেশনে এসে টিকেট পাচ্ছেন না। এরপরও কালোবাজারের সঙ্গে রংপুর রেলস্টেশনের কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে রংপুর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ভাড়া ২০ শতাংশ থেকে দ্বিগুণ বেড়েছে। ডিপজল বাসের কাউন্টার মাস্টার মানিক মোহন্ত বাংলাদেশের খবরকে বলেন, ‘ঈদের আগে রংপুর থেকে ঢাকায় বাসগুলো খালি যায়। সে কারণে মালিক সমিতি ও স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নিয়ে নতুন ভাড়া নির্ধারণ করেছে। ৫শ’ টাকার টিকেট ৬শ’ টাকা, ৮শ’ টাকার টিকেট ১৫শ’ টাকা আর ১ হাজার টাকার এসি বাসের টিকেট ২ হাজার করা হয়েছে।’