রংপুরে ছাত্র সমাজের তিন নেতাকে নির্যাতন

জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ তিন নেতাকে হাত কড়া পড়িয়ে নির্যাতনের অভিযোহগে সড়ক অবরোধ করেছে জাতীয় ছাত্র সমাজ

সংগৃহীত ছবি

অপরাধ

রংপুরে ছাত্র সমাজের তিন নেতাকে নির্যাতন

  • রংপুর ব্যুরো
  • প্রকাশিত ১৩ অগাস্ট, ২০১৮

জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ তিন নেতাকে হাতকড়া পরিয়ে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত পুলিশকে প্রত্যাহার এবং আটকদের মুক্তি দাবিতে সড়ক অবরোধ করেছে জাতীয় ছাত্র সমাজ।

রোববার সকালে রংপুর নগরীর জাহাজ কোম্পানির মোড় এলাকায় প্রধান সড়ক দুই ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ করে তারা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে নির্যাতনকারী পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের আশ্বাস দিলে আড়াই ঘণ্টা পর সড়কে যান চলাচল শুরু হয়।  তাদের অভিযোগ, গত শনিবার রাত দেড়টার দিকে নগরীর আর কে রোড এলাকায় সড়ক নির্মাণাধীন থাকায় সেখানে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া ছিল। এ সময় একটি ট্রাক দ্রুত বেগে নির্মাণাধীন সড়কের প্রতিবন্ধকতা ভেঙে চলে গেলে ছাত্র সমাজ নেতা আরিফুল ও রাসেল ট্রাকটিকে আটক করার জন্য ট্রাকের পেছনে রংপুর মেডিকেল মোড়ে আসেন। এ সময় ট্রাক থামিয়ে ড্রাইভারের সঙ্গে তর্কে লিপ্ত হলে ঘটনাস্থলে থাকা ধাপ পুলিশ ফাঁড়ির এএসআই হক এসে কোনো কারণ ছাড়াই ছাত্র সমাজ নেতা আরিফুল ও রাসেলকে মারধর শুরু করেন। ঘটনা জানতে পেরে ছাত্র সমাজ মহানগর সম্পাদক আমিনুল ইসলাম ঘটনাস্থলে গেলে পুলিশের ওই কর্মকর্তা তাকেও মারধর করেন। তিন ছাত্র নেতাকে হাতকড়া পরিয়ে ডাকাত বলে নির্যাতন করে গাড়িতে করে কোতোয়ালি থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads