যৌন সন্ত্রাসের বিরুদ্ধে নাগরিকদের মধ্যে ঐক্য তৈরি করে সক্রিয়তা বাড়াতে এবার ঢাকায় যৌন নিপীড়নবিরোধী এক গণকনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার সকাল ৯টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এই কনভেনশনে যোগ দেবেন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। মঙ্গলবার সকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় গণকনভেনশন প্রস্তুতি কমিটি।
দেশব্যাপী নারী-শিশু ধর্ষণ, যৌন নির্যাতন-নিপীড়ন রোধে সমাজে গণসচেতনতা বাড়াতে তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো এই কনভেনশনের মূল লক্ষ্য বলে জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আহমেদ বলেন, ‘যৌন অপরাধ সংঘটনে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতাশালী, পদ-পদবি ও প্রভাব-প্রতিপত্তিশালীরা এগিয়ে রয়েছে। দেশে বিভিন্ন সঙ্ঘবদ্ধ গোষ্ঠী দ্বারা গণধর্ষণের ঘটনাও প্রচুর ঘটছে। এ অবস্থায় জনজীবন ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় কুঁকড়ে যাচ্ছে। ভীতিকর এই অবস্থায় শিশুর সামাজিক ও মানসিক বিকাশ চরমভাবে ব্যাহত হচ্ছে।’
দেশ ও সমাজের সুস্থ বিকাশ ও মানবিক উন্নয়নের ক্ষেত্রে সব ধরনের যৌন সন্ত্রাসের বিরুদ্ধে গণসচেতনতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানোও জরুরি বলে উল্লেখ করেন ফেরদৌস।
তিনি বলেন, ‘ছেলেমেয়েদের সঠিক ও সুস্থ যৌনশিক্ষা দান, কুসংস্কার, অপধারণা ইত্যাদি দূরীকরণসহ সমাজে নারী ও পুরুষের ভেতর সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্কের সমতার বিকাশ ঘটানোও জরুরি। আর এর ভেতর দিয়েই যৌন সন্ত্রাসবিরোধী এক দায়িত্বশীল প্রজন্ম তৈরির পক্ষে কাজ করার এখনই সময়। এর কোনো বিকল্প নেই।’
সংবাদ সম্মেলনে কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক লেলিন চৌধুরীও বক্তব্য দেন।