দেশের যুব প্রতিবন্ধীদের আইসিটি চর্চায় উৎসাহিত করতে তৃতীয়বারের মতো জাতীয় আইসিটি প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। আজ রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এ প্রতিযোগিতা।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সূত্রে জানা গেছে, সারা দেশ থেকে মোট ৬০ জন প্রতিযোগী এতে অংশ নেবেন। চারটি ভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগিতায় লড়বেন তারা। এগুলো হলো দৃষ্টি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, বাক ও শ্রবণ প্রতিবন্ধী এবং অটিজম। প্রতিযোগীরা মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেটে চারটি বিষয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।
প্রতিটি ক্যাটাগরিতে সেরা তিনজন পাবেন ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ পুরস্কার।
এ ছাড়া অংশগ্রহণকারীদের মধ্য থেকে দক্ষতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল পরিচালিত উচ্চতর কোর্সে বিনা ফিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। সব অংশগ্রহণকারীকে আইসিটি বিভাগ ও কম্পিউটার কাউন্সিল আয়োজিত চাকরি মেলায় অংশগ্রহণের সুযোগও দেওয়া হবে।