ময়মনসিংহ

সংরক্ষিত ছবি

সড়ক দুর্ঘটনা

ময়মনসিংহে বাস-অটো সংঘর্ষে নিহত ৬

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১১ মে, ২০১৮

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন।

শুক্রবার সাড়ে ৩টার দিকে উপজেলার কাকনী বাসস্ট্যান্ড এলাকার শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শহীদুর রহমান জানান,ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে অটেরিকশাটি ফুলপুর উপজেলার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ইমাম পরিবরহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী বলে জানা গেলেও, তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত  করতে পারেনি ফায়ার সার্ভিস।     

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads