দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ৬ বারের নির্বাচিত সাংসদ ও সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মোস্তাফিজুর রহমানকে একাদশ সংসদ নির্বাচনের জন্য দিনাজপুর-৫ আসনে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী ঘোষণা করায় পার্বতীপুর-ফুলবাড়ি দুই উপজেলায় কর্মীদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়েছে।
আজ রবিবার বিকেল সাড়ে ৪ টায় প্রার্থী মোস্তাফিজুর রহমান পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে পৌছালে আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় সংগঠন ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোশে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে স্বাধীন করেছেন। তার সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বের কাছে পরিচিত ও বাঙ্গালীদের মাথা উচু করে দাঁড়াবার ব্যবস্থা করেছেন। আজ দেশের কোনো মানুষের অভাব নাই। সব শিশুরা স্কুলে যায়’। তিনি আরো বলেন, ‘আমি ৫ বছর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। সবশেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সফল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। এ সময়ের মধ্যে মানুষের সাথে প্রতারনা করেছি, চাকুরি দেবার কথা বলে টাকা নিয়েছি এর রকম কোনো দৃষ্টান্ত নাই। ৬ বার নির্বাচন করে বিজয়ী হয়েছি। এ সময়ের মধ্যে কোনো দলের কর্মীকে টাচ করিনি। আমাকে খুশি করার জন্য কাউকে কোনো কিছু করতে হবে না’।
তিনি কর্মীদের ঠান্ডা মাথায় প্রচার-প্রচারনা চালিয়ে যাওয়ার আহবানও জানান এ সময়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন কুমার বণিক, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।