বাংলাদেশের খবর

আপডেট : ২৫ November ২০১৮

মোস্তাফিজুর রহমানকে নৌকার প্রার্থী ঘোষণা করায় মিষ্টি বিতরন

এড. মোস্তাফিজুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা ছবি : বাংলাদেশের খবর


দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, ৬ বারের নির্বাচিত সাংসদ ও সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এড. মোস্তাফিজুর রহমানকে একাদশ সংসদ নির্বাচনের জন্য দিনাজপুর-৫ আসনে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থী ঘোষণা করায় পার্বতীপুর-ফুলবাড়ি দুই উপজেলায় কর্মীদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়েছে।

আজ রবিবার বিকেল সাড়ে ৪ টায় প্রার্থী মোস্তাফিজুর রহমান পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে পৌছালে আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ ও স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় সংগঠন ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের উদ্যোশে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশকে স্বাধীন করেছেন। তার সুযোগ্য কন্যা আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে সারা বিশ্বের কাছে পরিচিত ও বাঙ্গালীদের মাথা উচু করে দাঁড়াবার ব্যবস্থা করেছেন। আজ দেশের কোনো মানুষের অভাব নাই। সব শিশুরা স্কুলে যায়’। তিনি আরো বলেন, ‘আমি ৫ বছর প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি। সবশেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সফল মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি। এ সময়ের মধ্যে মানুষের সাথে প্রতারনা করেছি, চাকুরি দেবার কথা বলে টাকা নিয়েছি এর রকম কোনো দৃষ্টান্ত নাই। ৬ বার নির্বাচন করে বিজয়ী হয়েছি। এ সময়ের মধ্যে কোনো দলের কর্মীকে টাচ করিনি। আমাকে খুশি করার জন্য কাউকে কোনো কিছু করতে হবে না’।

তিনি কর্মীদের ঠান্ডা মাথায় প্রচার-প্রচারনা চালিয়ে যাওয়ার আহবানও জানান এ সময়। এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিঠুন কুমার বণিক, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১