বিদেশ

দিল্লিতে কংগ্রেসের র‌্যালি

মোদি সরকার ‘জনবিরোধী’

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ৩০ এপ্রিল, ২০১৮

দিল্লিতে অনুষ্ঠিত ‘জন আক্রোশ’ র্যালি থেকে মোদি সরকারকে ‘জনবিরোধী’ বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। গতকাল রোববার দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত এই র্যালি থেকে ২০১৯ সালের জাতীয় নির্বাচন উপলক্ষে প্রচারণার ডাক দিয়েছে ভারতের অন্যতম বিরোধী দল কংগ্রেস। বিজেপি-আরএসএস অভ্যন্তরীণ প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে এবং তা প্রধানমন্ত্রী মোদি খেয়াল করছেন না বলেও অভিযোগ করেন কংগ্রেস সভাপতি। এ ছাড়া কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধীও প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ক্ষমতায় আসার আগে মোদি যত প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এসে তা তিনি ভুলে গেছেন।

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সোনিয়া গান্ধী বলেন, মোদি বলেছিলেন ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’ (খাব না, খেতেও দেব না), কিন্তু দেশে দুর্নীতি বেড়েই চলেছে। মিথ্যাচার এবং অবিচারের শাসন চলছে দেশে। যে-ই অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠস্বর তুলছেন তিনিই মোদি সরকারের রোষের শিকার হচ্ছেন। এটা জনবিরোধী সরকার।

মোদি মিথ্যাচার করছেন- এমন অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন, যখন প্রধানমন্ত্রী মোদি কথা বলেন তখন মানুষ তার বক্তব্যে সত্য খুঁজে পায় না। মোদি বলেছিলেন কংগ্রেস ৭০ বছরে কিছু করেনি। কিন্তু মোদি তার ৬০ মাসে কী করেছেন-বেকারত্ব বৃদ্ধি, নারী নির্যাতন, সরকারি খাত ধ্বংস ছাড়া? এমনকি চীনের বিরুদ্ধেও তিনি দাঁড়াতে পারেননি। আগামী জাতীয় নির্বাচনে কংগ্রেসের অবস্থা প্রশ্নে তিনি বলেন, আমি দেশের বিভিন্ন প্রান্তের বহু মানুষের সংস্পর্শে এসেছি। যখন তাদের জিজ্ঞেস করেছি তারা মোদি সরকার নিয়ে খুশি কি না, তারা উত্তরে বলেছে- না। কংগ্রেস এখন থেকে সকল নির্বাচনে জিতবে এবং ২০১৯ সালে বিজয়ী হবে।

র্যালিতে সোনিয়া গান্ধী ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, বর্তমান ও সাবেক মুখ্যমন্ত্রীরা এবং ক্যাপ্টেন আমরিন্দর সিং, শীলা দীক্ষিত এবং হরিষ রাওয়াতের মতো নেতারাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads