• রবিবার, ১৬ মার্চ ২০২৫ | ১৬ চৈত্র ১৪৩১ | ১৬ শাওয়াল ১৪৪৬
মোটরসাইকেল কিনে না দেয়ায় রাজশাহীতে কলেজ ছাত্রের ‘আত্মহত্যা’

প্রতীকী ছবি

সারা দেশ

মোটরসাইকেল কিনে না দেয়ায় রাজশাহীতে কলেজ ছাত্রের ‘আত্মহত্যা’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৭ নভেম্বর, ২০২০

রাজশাহী দুর্গাপুর উপজেলায় মোটরসাইকেল কিনে না দেয়ায় পরিবারের ওপর অভিমান করে সোমবার এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মৃত হাসিবুল হাসান শান্ত (২২) ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং নাটোর সিরাজ উদদৌলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাসিবুল হাসান শান্ত তার বাবার কাছে বেশ কিছুদিন আগ থেকে একটি মোটরসাইকেল চেয়ে আসছিলেন। কিন্তু মোটরসাইকেল কিনে দিতে না পারায় বাবার ওপর তার অভিমান বাড়তে থাকে। এক পর্যায়ে সোমবার বিকালে সবার অজান্তে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্ত।  

পরে তার পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করে।

তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads