চালুর পর থেকেই বিভিন্ন সমালোচনার মধ্যে পড়েছে মেসেঞ্জার ফর কিডস। তবে অ্যাপটিতে অভিভাবকদের নিয়ন্ত্রণ আরো বাড়াতে নতুন একটি ফিচার যুক্ত করছে ফেসবুক। এনগ্যাজেট জানিয়েছে, বিশেষ কিছু সময়ে যেমন- রাতে ঘুমের সময় যেন তারা অ্যাপটি ব্যবহার না করতে পারে, সেজন্য এতে স্লিপ মোড যুক্ত করা হচ্ছে।
অভিভাবক এই ফিচারটি তার অ্যাকাউন্ট থেকে চালু করে দিলে সন্তান ওই নির্দিষ্ট সময় অ্যাপটি ব্যবহার করতে পারবে না। এ সময় সে কোনো মেসেজ পাঠাতে পারবে না, তার কাছে কোনো মেসেজও আসবে না। এ ছাড়া নির্ধারিত এ সময় কোনো ভিডিও কল করতে পারবে না শিশুরা। একজন অভিভাবক তার সুবিধামতো সময় নির্ধারণ করে ফিচারটি চালু করতে পারবেন বলে জানিয়েছে ফেসবুক।