ভুলবশত ফেসবুকে কারো কাছে স্পর্শকাতর মেসেজ চলে গেলে সেটি ফিরিয়ে নেওয়ার কোনো অপশন নেই। আর এ কারণে অনেক ব্যবহারকারীকেই বিভিন্ন সময়ে সমস্যায় পড়তে হয়। তবে এ সমস্যার সমাধান আসছে শিগগিরই। মেসেঞ্জারে যুক্ত হতে যাচ্ছে আনসেন্ড মেসেজ অপশন। প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।
এসব খবরে বলা হয়েছে, জ্যান ওং নামক একজন প্রযুক্তি বিশারদ মেসেঞ্জারের কোড বিশ্লেষণ করে এ ফিচারটির দেখা পেয়েছেন। খুব দ্রুতই ফেসবুক এ ফিচারটি আনুষ্ঠানিকভাবে চালু করতে পারে।
এর মাধ্যমে মেসেঞ্জারে যুক্ত হবে ‘আনসেন্ড মেসেজ’ ফিচার যার মাধ্যমে উভয় প্রান্ত থেকেই নির্দিষ্ট মেসেজ মুছে ফেলা যাবে। এ সংক্রান্ত একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি। তিনি জানিয়েছেন, কেবল একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই পাঠানো মেসেজ ফিরিয়ে নেওয়া যাবে।
বর্তমানে জিমেইলেও রয়েছে একই ধরনের ফিচার। তবে এর মাধ্যমে ইমেইল পাঠানোর সর্বোচ্চ ৩০ সেকেন্ড পর্যন্ত ইমেইল ফিরিয়ে নেওয়া যায়।
এ বছরের এপ্রিলে টেকক্রাঞ্চ এক প্রতিবেদনে জানায়, ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গসহ বিভিন্ন কর্মকর্তার পাঠানো অনেক মেসেজ প্রাপকের ইনবক্স থেকে মুছে ফেলা হয়েছে। এ খবর প্রকাশিত হলে তোপের মুখে পড়েন জাকারবার্গ এবং সে সময় তিনি জানান, ফিচারটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।