মেসিভক্তের কাণ্ড!

পরিবারের সঙ্গে মেসির পোস্টার হাতে শিবশঙ্কর পাত্র

ইন্টারনেট

ফুটবল

মেসিভক্তের কাণ্ড!

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৩ জুন, ২০১৮

বিশ্বকাপের জ্বরে কাঁপছে বিশ্ব। কাঁপুনি ধরেছে ভারতেও। বাঙালির কাছে যে 'সব খেলার সেরা ফুটবল', তা ফের প্রমাণ করলেন কলকাতার চা বিক্রেতা শিবশঙ্কর পাত্র। লিওনেল মেসির এই ডাই হার্ড ফ্যান রাশিয়া বিশ্বকাপের আগে পছন্দের দলকে সমর্থন করতে নিজের বাড়িটাই রাঙিয়ে ফেলেছেন আর্জেন্টিনার জার্সির রঙে। শুধু তাই নয়, তার প্রতি ঘরের দেওয়ালে লাগিয়েছেন মেসির ছবি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, ১৯৮৬ সাল থেকেই আর্জেন্টিনার প্রতি একটা মোহ তৈরি হয় শিবশঙ্কর পাত্রের চোখে। সেই সময় চোখ ধাঁধিয়ে দিয়েছিলেন দিয়েগো মারাডোনা। কাপও জিতিয়েছিলেন তার দেশকে। শিবশঙ্করের কথায়, 'আমার কাছে মারাডোনারই এক্সটেনশন হল মেসি। আমার পরিবারের সবাই মেসিকে ভালোবাসে। ওর ব্যবহার, আচরণ সবকিছু আমাদের ভালো লাগে।'

নিজের বাড়ির নীচতলায় একটি চায়ের দোকান চালান আর্জেন্টিনার এই ভক্ত। খুব ইচ্ছে ছিল এবার রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ দেখার। তবে অর্থের অভাবে তা সম্ভব হয়নি। জানালেন, 'আমি ৬০,০০০ টাকা জমিয়েছিলাম। তবে তা রাশিয়া সফরের জন্য যথেষ্ট নয়। এবার টিভিতেই আর্জেন্টিনার খেলা দেখব আর আমার পছন্দের ফুটবলারকে চিয়ার করব।'

বিশ্বকাপ চলাকালীনই পড়েছে মেসির জন্মদিন। ২৪ জুন। সেদিনের জন্যও বিশেষ পরিকল্পনা আছে শিবশঙ্করের। দুই সন্তানের বাবা শিবশঙ্কর জানালেন, 'আমরা ওই দিন কেক কাটব আর মেসির মুখের ছবি বসানো টি-শার্ট বাচ্চাদের সরবরাহ করব।' এবার বিশ্বকাপ উঠুক আর্জেন্টিনার হাতেই। এই আশা নিয়েই প্রতিদিন প্রার্থনা করবেন বলে জানালেন এই আর্জেন্টিনার অনুরাগী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads