আইপিএল

মুম্বাইয়ে খুশি মোস্তাফিজ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১৭ এপ্রিল, ২০১৮

বাংলাদেশের ‘কাটার মাস্টার’খ্যাত মোস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রা হয়েছিল দুর্দান্তভাবেই। সানরাইজার্স হায়দরাবাদ দলকে ২০১৬ সালে অভিষেকেই চ্যাম্পিয়ন করতে তার অবদান ছিল অনেক বেশি। গত আসরেও দলটির হয়ে খেলেছেন, তবে মাত্র একটি ম্যাচ। এবার তিনি খেলছেন মুম্বাই ইন্ডিয়ানস দলের হয়ে। মুম্বাইয়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি।

একটি ভিডিওতে নতুন দলের পরিবেশ নিয়ে কথা বললেন বাঁ হাতি পেসার মোস্তাফিজ। দুই কোটি ২০ লাখ রুপিতে গিয়ে এখনো জয়ের দেখা পাননি তিনি। তিন ম্যাচ খেলে সবগুলোতেই হেরে গেছে মুম্বাই। অবশ্য প্রতি ম্যাচেই মোস্তাফিজ ধারাবাহিকভাবে উইকেট নিচ্ছেন। যদিও তার দলকে জেতাতে পারছেন না।

দলের আস্থা কুড়াতে পেরেছেন মোস্তাফিজ। তিনি বলেন, ‘এবারই প্রথম মুম্বাই ইন্ডিয়ানসে খেলছি। আগের দুই বছর ছিলাম সানরাইজার্স হায়দরাবাদে। এটা নতুন ড্রেসিংরুম, বেশ সহযোগিতা করে সবাই। সিনিয়র খেলোয়াড় আছে, আমার বয়সী অনেকে আছে। টিম কম্বিনেশন ভালো। কোচরাও অনেক সহায়তা করে, খেলোয়াড়রাও। তিনি আরো বলেন, ‘নতুন কোচের সঙ্গে কাজ করার সুবিধা হলো অনেক কিছু শেখা যায়। আমিও শেখার চেষ্টা করছি।’

চেন্নাই সুপার কিংসের বিপক্ষে প্রথম ম্যাচে বেশি খরুচে ছিলেন মোস্তাফিজ। একটি উইকেট নেন ৩৯ রান দিয়ে, বল করেছিলেন ৩.৫ ওভার। তবে শেষ দুই ম্যাচে তার নৈপুণ্যে মুম্বাই দল জয়ের সম্ভাবনা জাগালেও জয়লাভে ব্যর্থ হয়েছে। সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে মাত্র ২৪ রান দিয়ে ৩ উইকেট নেন এই বাঁ হাতি পেসার মোস্তাফিজ। শেষ ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে দলকে জেতানোর সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত তা কাজে লাগাতে পারেননি মোস্তাফিজ। ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট লাভ করেন তিনি। অবশ্য প্রথম তিন ওভারে মোস্তাফিজ দিয়েছিলেন মাত্র ১৪ রান। দল হারলেও ওই ম্যাচে মোস্তাফিজ ছিলেন দলের সবচেয়ে মিতব্যয়ী বোলার। তার বোলিংয়ের গড় ছিল ৬.২৫। যেখানে বাকি সব বোলারের গড় রান ৭ কিংবা তার চেয়েও বেশি। ৩ ম্যাচে ১১.৫ ওভার বল করে মোট ৮৮ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ২৯টি ডট বল দিয়ে তার ইকোনমি রেট ৭.৪৩।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads