মুন্সীগঞ্জে বিএনপি মহাসচিবের বিরুদ্ধে দলের নেতার মামলা

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংরক্ষিত ছবি

রাজনীতি

সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর আদেশ

মুন্সীগঞ্জে বিএনপি মহাসচিবের বিরুদ্ধে দলের নেতার মামলা

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১ অগাস্ট, ২০১৮

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির নতুন কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মামলাটি করেন আগের কমিটির সভাপতি খান মনিরুল মনি পল্টন। নতুন কমিটির সভাপতি আমির হোসেন দোলন ও সাধারণ সম্পাদক আখতার হোসেন মোল্লাকেও এই মামলায় বিবাদী করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গীবাড়ি সহকারী জজ আদালতে এ মামলা করা হয়। মামলার বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট গৌতম চন্দ্র দাস। তিনি জানান, আগামী সাত কার্যদিবসের মধ্যে বিএনপি মহাসচিবকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন টঙ্গীবাড়ি আদালতের সিনিয়র সহকারী জজ মো. একরামুল কবির।

খান মনিরুল পল্টন জানান, অগণতান্ত্রিক ও গঠনতন্ত্র-বহির্ভূতভাবে পার্টির মহাসচিব চলমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি দিতে পারেন না। পুরনো কমিটি বহাল এবং নতুন কমিটির কার্যক্রম স্থগিত রাখার জন্য এই মামলা করেন বলে তিনি জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads