‘তারায় তারায়’ সুরের মূর্ছনা রটিয়ে দিতে আরেকটি কনসার্টে হাজির হচ্ছেন রকতারকা জেমস। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মদিন উপলক্ষে মঞ্চ মাতাবেন তিনি। আজ ১৭ মার্চ রাজধানীর মিরপুরে সিটি ক্লাব মাঠে নগরবাউলের সুরের সাম্পানে ভাসবে দর্শক-শ্রোতারা। তার পরিবেশনা শুরু হবে রাত ৯টায়। উদ্দাম গায়কীতে হৃদয়ছোঁয়া কিছু গান উপহার দেবেন ভক্তদের ‘গুরু’।
মুজিববর্ষ পূর্তির এই জমকালো অনুষ্ঠানের আগে ডিএনসিসির ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও রুপনগর থানা আওয়ামী লীগের সভাপতি হাজি রজ্জব হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত রয়েছেন ঢাকা ১৬ আসনের সংসদ সদস্য ও পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লাহ। এছাড়াও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি ও ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী জহিরুল ইসলাম মানিক, ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হালিম মজুমদার, ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন সরদার, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিম মোল্লাহ, পল্লবী থানা যুবলীগের নেতা শেখ মোহাম্মদ আলি আড্ডু,উর্দুভাষী বাংলাদেশীদের নেতা মোঃ সাদাকাত খান ফাক্কু, মোস্তাক আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি