টাঙ্গাইলের সখীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকালে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া দিনব্যাপী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কবিতা আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
অন্যদিকে প্রকৌশলী আতাউল মাহমুদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ম্যারাথনের আয়োজন করা হয়। এছাড়া উপজেলার কচুয়া বাজারে মানবিক হাসপাতালের আয়োজনে অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।