ছবি : সংগৃহীত

সোশ্যাল মিডিয়া

মুছে ফেলা পোস্ট ফেরানোর সুযোগ দিচ্ছে ফেসবুক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ এপ্রিল, ২০১৮

মুছে ফেলা পোস্ট আবার ফিরিয়ে আনার সুযোগ দিচ্ছে ফেসবুক। নগ্নতা, সহিংসতাসহ আরো কয়েকটি কারণে ফেসবুক যদি কোনো পোস্ট মুছে ফেলে তবে ওই পোস্টটির আপলোডকারীর আবেদনের প্রেক্ষিতে তা আবার রিস্টোর করার কথা বিবেচনা করবে ফেসবুক। সমপ্রতি প্রকাশ হওয়া ফেসবুকের অভ্যন্তরীণ নীতিমালায় এমন সিদ্ধান্তের কথা জানা গেছে।

সাধারণত নগ্নতা, যৌন কার্মকাণ্ড, উসকানিমূলক বক্তব্য কিংবা সহিংসতা সংবলিত কনটেন্টগুলোই ফেসবুক মুছে ফেলে। তবে এখন থেকে ব্যবহারকারীরা যদি মনে করেন তার পোস্টে সরিয়ে ফেলার মতো কোনো কনটেন্ট নেই তাহলে তিনি আবেদন করতে পারবেন। আপিল করার ২৪ ঘণ্টার মধ্যে কনটেন্টগুলো রিভিউ করবে ফেসবুক টিম। যদি ফেসবুকেরই ভুল হয়ে থাকে তাহলে ডিলিট করা পোস্টটি তারা রিস্টোর করবে।

এসব পোস্ট রিভিউ করার জন্য ফেইসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ব্যবহারকারীদের রিপোর্টের সহায়তা নেয়। রিপোর্টগুলো দেখার জন্য ৭ হাজার ৫০০ কর্মী কর্মরত আছেন। তারা ৪০টি ভাষার রিপোর্ট দেখার কাজ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads