আনন্দ বিনোদন

মুখ খুললেন শ্রীলেখা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ৬ মে, ২০১৮

কাস্টিং কাউচ নিয়ে গর্জে উঠেছে হলিউড। বলিউড এ নিয়ে এখনো নিশ্চুপ বলা চলে। তবে এরই মধ্যে টনক নড়েছে টালিউডের। এ নিয়ে মুখ খুলেছেন টালিগঞ্জের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কলকাতার এক সংবাদমাধ্যমে তিনি জানান, মালয়ালম এক ছবির পরিচালকের হাব-ভাব খারাপ দেখে রাত দুটার ফ্লাইটে সেখান থেকে পালিয়ে এসেছিলেন।

শ্রীলেখার ভাষায়, ‘টালিউডে কেউ আমাকে সরাসরি বলার সাহস করেনি। কিন্তু হাব—ভাবে বুঝানোর চেষ্টা করেছেন অনেকে। ফলে অনেক কাজ ছেড়ে দিতে হয়েছে আমাকে। টালিগঞ্জে যাদের ক্ষমতা আছে তারা শারীরিক শোষণ তো করেই। পাশাপাশি আর্থিক শোষণও করে।’

উদাহরণ টেনে তিনি বলেন, ‘বড় প্রযোজনা সংস্থাগুলো কিছু অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে কম টাকায় কাজ করিয়ে নেয়। আবার তারাই পছন্দের কিছু অভিনেতা-অভিনেত্রীদের বেশি টাকা দেয়।’

কলকাতার সংবাদমাধ্যম প্রতিবেদনে জানায়, টালিউডে এমন নায়িকা আছেন। যারা ‘কাউচ’ টা সঙ্গে নিয়ে ঘোরেন। প্রযোজক বা পরিচালককে গিয়ে বলেন, ‘কাউচ’ টা আমিই এনেছি, কাস্টিংটা একটু দেখবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads