টাঙ্গাইলের মির্জাপুরে মাছ চাষকে কেন্দ্র করে হামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত যুবলীগ নেতা দেওয়ান আল মামুনসহ অন্যান্য দোষীদের দ্রুত আটকের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভার বাইমহাটি গ্রামবাসীর উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল পুরাতন মহাসড়কের উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে দুই ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে শিশু, নারী-পুরুষসহ ৫ শতাধিক জনগণ অংশ নেয়।
অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এই হামলার সাথে জড়িতদের অবিলম্বে আটকের মাধ্যমে দৃষ্টান্ত শাস্তি ও দেওয়ান আল মামুনের পৌর যুবলীগের পদ থেকে বহিষ্কারের দাবি জানান। অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বাইমহাটি গ্রামের বাসিন্দা, হামলার শিকার নজরুল ইসলামের বাবা খবির উদ্দিন ও তার মেয়ে জেয়াসমিন আক্তার, আব্দুর রহমান, সানোয়ার হোসেন, নইমুদ্দিন, ইউসুফ, রাজ্জাক, শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে মাছ চাষকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্ততপক্ষে আটজন আহত হয়। এ ঘটনায় মির্জাপুর থানায় উভয় পক্ষই মামলা দায়ের করেছে বলে জানা গেছে।