কুষ্টিয়ার মিরপুর পৌরসভার ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন ৭ কোটি ১৭ লাখ ৮৬ হাজার ১৭৫ টাকার বাজেট উপস্থাপন করেন। গত সোমবার পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ বাজেট উপস্থাপন করেন।
অনুষ্ঠানে পৌর মেয়র হাজী এনামুল হকের সভাপতিত্বে ও হিসাবরক্ষক সুজনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র কলি উদ্দিন মল্লিক, জমির উদ্দিন, মিনারা খাতুন, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর গণি সান্টু, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন টোকন, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খোয়াব আলী, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমান, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সালাম, সংরক্ষিত মহিলা আসনের লাকি খাতুন প্রমুখ।