মিউজিক্যাল ফিল্মে বাঁধন

সংগৃহীত ছবি

শোবিজ

মিউজিক্যাল ফিল্মে বাঁধন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৫ মার্চ, ২০২১

বাংলাদেশের লাক্স-তারকা আজমেরী হক বাঁধন সম্প্রতি ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে ফিরেছেন দেশে। এর পরিচালক সৃজিত মুখার্জি। ওয়েব সিরিজের কেন্দ্রীয় মুশকান জুবেরী চরিত্রে অভিনয় করছেন বাঁধন।

দেশে ফিরেই তিনি জানালেন এবার জাতীয় কবি কাজী নজরুল ইসামের ‘জয় হোক, জয় হোক’ গানের নান্দনিক একটি কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করেছেন। যাকে মিউজিক্যাল ফিল্ম বলছেন এই অভিনেত্রী। নজরুলসংগীতের  এই গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অর্ণব। গেয়েছেন  সুস্মিতা আনিস।

বাঁধন জানান, বান্দরবানের রেমাক্রির সাঙ্গু নদীর মধ্যে এবং আশপাশের দারুণ সব  লোকেশনে মিউজিক্যাল ফিল্মটির দৃশ্য ধারণ শেষ হয়েছে। এটি নির্মাণ করেছেন পিপলু আর খান।

মিউজিক্যাল ফিল্মটির কস্টিউম ডিজাইনার হিসেবে এই প্রথম কাজ করেছেন মঞ্চ প্রশংসিত নাটক ‘রিজওয়ান’-এর  ফাতিমা চরিত্রের অভিনেত্রী মহসিনা আক্তার, যিনি অভিনয়ের পাশাপাশি শিক্ষকর্তা করছেন।

বাঁধন বলেন, ‘আমাদের জাতীয় ও  বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের গান ও কবিতা যুগে যুগে বাঙালির জীবন সংগ্রাম ও স্বাধীনতা সংগ্রামে প্রেরণার উৎস হয়ে কাজ করেছে। শোষণ ও উৎপীড়ন থেকে  মানুষকে মুক্তি দিতে হবে তার সংমিশ্রণে লেখা অনেক সৃষ্টি রয়েছে।  জয় হোক, জয় হোক গানটিতে কাজ করতে গিয়ে নতুন করে তার কাজের সঙ্গে পরিচিত হয়েছি। অনুভব করেছি তার সৃষ্টি  এই সময়ে এসেও কতটা তাৎপর্যপূর্ণ। এমন কাজে নিজেকে সম্পৃক্ত করতে পেরে দারুণ ভালো লাগা কাজ করছে।’

বাঁধন তার দীর্ঘ ক্যারিয়ারে এবারই প্রথম কোনো মিউজিক্যাল ফিল্মে কাজ করলেন। প্রথম কাজটি নিয়ে বাঁধন বলেন, এটি কিন্তু গতানুগতিক মিউজিক্যাল ফিল্মের মতো না। তিন দিনে এর দৃশ্য ধারণ করা হয়েছে। চারিদিকে নারীদের ওপর হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ হলো এই গান। নজরুলের গান উদ্বুদ্ধ করে, অনুপ্রেরণা জোগায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। এই গান অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একটি উদ্যোগ। কাজটির মাধ্যমে মানুষের মধ্যে নতুন উপলব্ধির জন্ম দেবে বলে আমি মনে করি।

জানা গেছে, মিউজিক্যাল ফিল্মটি স্বাধীনতা দিবস উপলক্ষে কোনো একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads