কক্সবাজার বইমেলায় সাহিত্যপ্রেমীদের ভিড়

সংগৃহীত ছবি

সারা দেশ

কক্সবাজার বইমেলায় সাহিত্যপ্রেমীদের ভিড়

  • মাহাবুবুর রহমান, কক্সবাজার
  • প্রকাশিত ৫ মার্চ, ২০২১

বইমেলায় বেড়েছে সাহিত্যপ্রেমীদের ভিড়। প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বইপ্রেমীরা আসছে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও শহীদ দৌলত মাঠে। অনেকে আসছে সপরিবারে। মেলায় এসে বেশিরভাগই কিনছে বই। বিশেষ করে ছোট গল্প এবং শিশুদের বই কিনছে অনেকে। অন্যদিকে বই বিক্রি নিয়ে খুব বেশি হতাশ নয় বিক্রেতারা।

গত বুধবার সন্ধ্যায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত মাঠে গিয়ে বই মেলায় গিয়ে দেখা গেছে অনেকটা লোকারণ্য মাঠ। বেশিরভাগ স্টলের সামনেই আছে দর্শক বা পাঠকের মধ্যে নারীদের সংখ্যা চোখে পড়ার মতো। এ সময় একটি স্টলে দেখা হয়, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেনের সঙ্গে। বই মেলা প্রসঙ্গে তিনি বলেন, একটা সময় ছিল বই মেলায় ছিল সর্বস্তরের মানুষের মিলনমেলার প্রধান কেন্দ্রবিন্দু, কিন্তু বর্তমান বাস্তবতার কারণে আজ সেই পরিবেশ নেই। তিনি আরও বলেন, সাগরের ঢেউ থেকে মুক্ত খুঁজে নেওয়া আর বাজার থেকে মুক্তার মালা কিনে নেওয়া এক না। তাই বর্তমান ইন্টারনেট যুগে মানুষের যে তথ্য প্রয়োজন তা অনলাইনে সার্চ করলেই পেয়ে যাচ্ছে সেটা হবে বাজার থেকে মুক্তা কেনার মত। তবে আসল মজা হচ্ছে সমস্ত বই পড়ে যে জ্ঞান অর্জন হবে, সেটা অন্য কোথাও পাওয়া যাবে না। আর সেটাই স্থায়ী হয়।

কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির প্রধান শিক্ষক ছৈয়দ করিম বলেন, বই মেলায় যে প্রাণের উচ্ছ্বাস পাওয়া যায় সেটা অন্য কোথাও পাওয়া যায় না।

বই মেলা আয়োজক কমিটির সদস্য সচিব তাপস রক্ষিত জানান, এবারের বই মেলায় ৫০টি স্টল বসেছে। এবার পাঠক এবং দর্শকের সমাগম ঘটছে এবং বইও বিক্রি হচ্ছে ভালই। এছাড়া বিভিন্ন উপজেলাসহ স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। ৬ মার্চ বই মেলার সমাপ্তি হওয়ার কথা থাকলেও তা একদিন বাড়িয়ে ৭ মার্চ পর্যন্ত করা হয়েছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads