আজ বিশ্ব মা দিবস। এ উপলক্ষে একুশে টেলিভিশনের ‘আমার মা আমার পৃথিবী’ অনুষ্ঠানে সন্তানসহ হাজির হয়েছিলেন শোবিজ জগতের চার সেলিব্রেটি মা। শর্মিলী আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ তুপুর ১২ টায় প্রচার হবে।
রিচি সোলায়মান ও তার ছেলে প্রথম
ফারজানা চুমকি ও তার ছেলে ফারশাদ
দীপা খন্দকার ও তার ছেলে আদ্রিক