প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনা

মালিবাগে বাসের চাকায় পিষ্ট নারীর পা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ৪ মে, ২০১৮

চলন্ত বাস থেকে নামতে গিয়ে বাসের চাকায় পিষ্ট হয়েছে এক নারীর পা। এতে তার ডান পায়ের পাতা মারাত্বক ভাবে জখম হয়।

শুক্রবার বিকেলে রাজধানীর মালিবাগ মোড়ে এই দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় নিলুফার বেগমকে (৪০) প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসকরা জানান, তার পায়ের কয়েকটি আঙ্গুল কাটা হতে পারে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. আসরাফ কবির বলেন, আহত নিলুফাকে জরুরি বিভাগে নিয়ে আসার পর আমরা দেখেছি। তার ডান পায়ের পাতা পিষ্ট হয়েছে। এক্স-রে পরীক্ষা দেওয়া হয়েছে, ওই পায়ের আঙুল কাটা পড়তে পারে। তবে এক্স-রে রিপোর্ট দেখেই সব বোঝা যাবে।

নীলুফার ছেলে আশিকুর রহমান জানিয়েছেন, তার মা আদাবরে একটি দর্জির দোকানে সেলাইয়ের কাজ করেন। ব্যক্তিগত একটি কাজে শুক্রবার বিকালে তিনি মালিবাগে যান। ৬ নম্বর বাস থেকে নামার সময় ওই বাসের চাকা মার ডান পায়ের উপর দিয়ে চলে যায়।

গত মাসের শুরুর দিকে কারওয়ানবাজার এলাকায় দুই বাসের পাল্লায় এক হাত বিচ্ছিন্ন হয়ে পরে মারা যায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। ওই ঘটনা নিয়ে আলোচনার মধ্যে মহাখালীর চেয়ারম্যানবাড়ি এলাকায় বিআরটিসির একটি বাসের চাপায় এক পা বিচ্ছিন্ন হয়ে মারা যান রোজিনা আক্তার নামের এক তরুণী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads