মার্কিন ঘাঁটিতে ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ৮০, দাবি ইরানের

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্য

মার্কিন ঘাঁটিতে ক্ষেপনাস্ত্র হামলায় নিহত ৮০, দাবি ইরানের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ জানুয়ারি, ২০২০

ইরাকে দুটি মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপনাস্ত্র হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছে বলে দাবি করছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।  বুধবার ভোরে ইরবিল ও আল-আসাদ বিমান ঘাঁটিতে মিসাইল হামলা চালায় ইরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, দুটি বিমান ঘাঁটিতে হামলায় বেশ কয়েকটি মার্কিন হেলিকপ্টার ও সামরিক সরঞ্জাম ধ্বংস হয়েছে।

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অবশ্যই যুক্তরাষ্ট্রকে চলে যেতে হবে। এছাড়া হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ১০০ মার্কিন সাইট ইরানের হামলার লক্ষ্যবস্তুতে রয়েছে।

তবে ইরানের এমন দাবির বিষয়ে কোনো মন্তব্য করেনি মার্কিন যুক্তরাষ্ট্র।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেছেন, অল ইজ ওয়েল। ইরাকে অবস্থিত দুটি সামরিক ঘাঁটিতে ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এখন ক্ষয়ক্ষতি এবং হতাহতের তথ্য মূল্যায়ন করা হচ্ছে। এখন পর্যন্ত যা হয়েছে, ভালো হয়েছে! বিশ্বের যে কোনও স্থানে আমাদের সবচেয়ে শক্তিশালী ও সুসজ্জিত সামরিক বাহিনী আছে!

বুধবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালের দিকে তিনি ইরানের এই হামলার ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে টুইটে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

গত শুক্রবার ভোরে ইরাকের বাগদাদে মার্কিন ড্রোন হামলায় ইরানি জেনারেল কাশেম সোলাইমানি নিহত হয়। এ ঘটনায় চরম প্রতিশোধ নেওয়ার ঘোষণা দেয় ইরান। এর প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুমকি দিয়ে বলেন, ইরান হামলা চালালে দেশটির ৫২টি স্থাপনায় খুব দ্রুত ও শক্তিশালী হামলা চালানোর জন্য মার্কিন সেনারা প্রস্তুত।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads