মেরুদণ্ডহীন অমিতাভ বচ্চন

ফাইল ছবি

বলিউড

মেরুদণ্ডহীন অমিতাভ বচ্চন

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ৮ জানুয়ারি, ২০২০

বলিউডের কিংবদন্তি তারকা অমিতাভ বচ্চন। বয়সকে তো অনেক আগেই পরাজিত করেছেন তিনি। ৭৮ বছর বয়সেও তিনি ছবির শুটিং নিয়ে ব্যস্ত। বলিউডে এখনো তার জায়গা নেওয়ার মতো কেউ নেই। তাই তো অভিনয় থেকে অবসর নিতে চাইলেও পারছেন না। এখনো তিনি সিনেমার সবচেয়ে বড় তারকাদের একজন। অভিনয়ের পাশাপাশি নানা সামাজিক কাজেও দেখা যায় তাকে। 

সম্প্রতি দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক হামলার ঘটনাকে ঘিরে উত্তাল ভারত। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের তারকারাও এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শাবানা আজমি থেকে স্বরা ভাস্কর কিংবা তাপসী পান্নু কিংবা অনিল কাপুর জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তীব্র নিন্দা করতে শুরু করেছেন। 

কিন্তু এখনো প্রতিবাদ করতে দেখা যায়নি অমিতাভ বচ্চনকে। একরকম নিশ্চুপ হয়ে আছেন তিনি। রোববার টুইটারে হাত জোড় করা একটি ছবি প্রকাশ করেন অমিতাভ। এরপর তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকেন নেটিজেনরা। কেউ কেউ বলেছেন, ‘অমিতাভ বচ্চনের মেরুদণ্ড নেই।’ 

ভারতীয় গণমাধ্যমের খবর, এক ব্যক্তি অমিতাভ বচ্চনকে কটাক্ষ করে বলেন, ‘এবার মানুষ জড়ো করে টাকা তুলতে হবে। সেই টাকা দিয়ে অমিতাভ বচ্চনের মেরুদণ্ডে অস্ত্রোপচার করাতে হবে।’ 

আবার কেউ কেউ বলতে শুরু করেছেন, জমির সিনেমায় কাজ করেছেন অমিতাভ। অথচ প্রতিবাদের বেলায় নিজের পায়ের তলায় জমি কোথায় গেল! এত কথার পরেও জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঘটনায় এখন পর্যন্ত মুখ খোলেননি অমিতাভ বচ্চন।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads