জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, নির্বাচনে কে এলো না এলো, তা আমরা পরোয়া করি না। জাতীয় পার্টি নির্বাচনমুখী দল। আর নির্বাচন ছাড়া দেশে সরকার পরিবর্তন সম্ভব নয়। তাই আমরা আগামী নির্বাচনে অংশ নেব। গতকাল রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাতীয় পার্টি আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন।
এ সময় আশা প্রকাশ করে এরশাদ বলেন, আমি মৃত্যুর আগে একবার হলেও জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চাই। আমি অনেক অত্যাচার ও লাঞ্ছনা সহ্য করেছি। আমাদের ধ্বংসের চেষ্টা করা হয়েছে। আমাকে জেলে যেতে হয়েছে অনেকবার। আবার নতুন সূর্য উঠবে এই অপেক্ষায় আছি।
সাবেক রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের মানুষ শান্তি চায়, জীবনের নিরাপত্তা চায়। রাস্তায় মানুষ লাশ হয়ে পড়ে থাকবে এটা মানুষ চায় না। গায়েবি মামলা, চাঁদাবাজি, সন্ত্রাস, ব্যাংক ডাকাতি ও লুটপাট এসব মানুষ চায় না। মানুষ শান্তিতে ঘুমাতে চায়। তাই মানুষ পরিবর্তন চায়। আর জাতীয় পার্টি ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়।
আগামী নির্বাচন নিয়ে জাপা চেয়ারম্যান বলেন, ভোট কারচুপির নির্বাচন আমরা চাই না। আমরা চাই সব দলের অংশগ্রহণে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হোক।
নবীনগর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজী মো. মামুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার, হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস সেক্রেটারি ও প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, মেজর (অব.) খালেদ আখতার, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক এসএম ফয়সল চিশতী, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির আহ্বায়ক জিয়াউল হক মৃধা, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
জনসভায় ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জাতীয় পার্টি থেকে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কাজী মামুনুর রশিদকে প্রার্থী হিসেবে ঘোষণা করে তার জন্য ভোট চান এরশাদ।





