এরশাদ ফের সিঙ্গাপুরে

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

এরশাদ ফের সিঙ্গাপুরে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ অক্টোবর, ২০১৮

স্বাস্থ্য পরীক্ষায় দ্বিতীয় দফা সিঙ্গাপুর গেলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। গত ১৫ দিনের মধ্যে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দফা মেডিকেল চেকআপের জন্য তিন দিনের সফরে সিঙ্গাপুর যান তিনি। এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায় এ তথ্য নিশ্চিত করেন। গত ২৫ সেপ্টেম্বর মেডিকেল চেকআপ করাতে সিঙ্গাপুর গিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান। ওই চেকআপ শেষে ২৯ সেপ্টেম্বর তিনি দেশে ফেরেন। সুনীল শুভ রায় জানান, সিঙ্গাপুর যাত্রায় সাবেক এই রাষ্ট্রপতির সফরসঙ্গী পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও মেজর (অব.) মো. খালেদ আখতার। এরশাদ কাল ১৩ অক্টোবর দেশে ফিরবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads