মানসিক চাপ সংক্রামক!

পরিবারের কেউ মানসিক চাপে থাকলে সে চাপ অন্যদের মধ্যেও ছড়ায়

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

মানসিক চাপ সংক্রামক!

  • প্রকাশিত ৩০ সেপ্টেম্বর, ২০১৮

মানুষের অনেক অসুখই আছে ছেঁয়াাচে। পরিবারের কারো হলে সেই রোগের জীবাণু নানাভাবে আক্রমণ করে বসে অন্য সদস্যদেরও। মেডিকেলের ভাষায় এ ধরনের রোগকে বলা সংক্রামক রোগ। পানি, বাতাস বা রক্তের মাধ্যমে এক দেহ থেকে আরেক দেহে ছড়ায় এগুলো। আশার কথা, রোগগুলো প্রতিরোধের জন্য আছে নানা প্রতিষেধক। কিন্তু গবেষকরা সম্প্রতি এমন এক রোগের সংক্রমণ প্রবণতা খুঁজে পেয়েছেন যাতে তাদের চক্ষু ছানাবড়া হওয়ার দশা। কানাডার ইউনিভার্সিটি অব ক্যালগেরির কামিং স্কুল অব মেডিসিনস হটচিকস ব্রেইন ইনস্টিটিউটের একদল গবেষক দেখেছেন, পরিবারের কোনো সদস্য মানসিক চাপে থাকলে সে চাপ অন্যদের মধ্যেও ছড়ায়। বিশেষ করে মা-বাবা ও সন্তান কিংবা স্বামী ও স্ত্রীর একজন কেউ চাপে থাকলে তা অন্যকেও প্রভাবিত করে। শুধু তাই নয়, নিজের কোনো বিষয় নিয়ে চাপের কারণে মনে ও শরীরে যে প্রভাব পড়ে পরোক্ষ এই চাপেও সেই একই প্রভাব পড়ে। তবে এ ক্ষেত্রে পুরুষের তুলনায় নারীরাই পরোক্ষ চাপে বেশি ভোগেন।

বিশ্ববিদ্যালয়টির নিউরোসায়েন্সের অধ্যাপক ড. জয়দ্বীপ বায়েন ও তার সহকর্মীরা সম্প্রতি ইঁদুরের মস্তিষ্কের ওপর চালান এ গবেষণা। তাতে তারা দেখেন, মানসিক চাপ ও আবেগ সংক্রামক। তবে যিনি সংক্রামিত হন তার মধ্যে এই চাপ কত সময় ধরে থাকে তার নির্দিষ্ট কোনো সময় জানা যায়নি।

জয়দ্বীপ বায়েন ও তার সহকর্মীরা ধারাবাহিকভাবে বেশ কয়েক জোড়া পুরুষ ও স্ত্রী ইঁদুরের ওপর চালান এ গবেষণাটি। গবেষণার শুরুতে তারা প্রতি জোড়ার থেকে একটি করে সঙ্গী আলাদা জায়গায় নিয়ে যান। এরপর তার সঙ্গীর কাছে আবার ফিরিয়ে দেওয়ার আগে গবেষকরা তাদের মস্তিষ্কে কৃত্রিমভাবে মৃদু চাপ প্রয়োগ করেন। পরে ওই ইঁদুরগুলোর নির্দিষ্ট পপুলেশন সেল ও নিউরনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন গবেষকরা। তারা দেখেন মস্তিষ্কের চাপে থাকা ইঁদুরগুলো নিউরন নেটওয়ার্কের মাধ্যমে তাদের সঙ্গীদের এই চাপের বার্তা পৌঁছে দিচ্ছে। তারা তাদের সঙ্গীরাও আক্রান্তদের মতো একই পরিমাণ চাপে পড়ে যাচ্ছে।

এই আবিষ্কার সম্পর্কে নিশ্চিত হতে গবেষকরা আরো কয়েকটি গবেষণা চালান ইঁদুরের মস্তিষ্কের এই বিশেষ স্বভাবের বিষয়ে। অপটোজেনেটিক অ্যাপ্রোচ নামের আরেকটি পদ্ধতিতে দেখা যায় একই বিষয়। সঙ্গীর মস্তিষ্কের চাপ অন্যদেরও প্রভাবিত করে। তারা একই রকমের মানসিক চাপে ভোগে।

সায়েন্স ডেইলি অবলম্বনে তপু রায়হান

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads