২৭ সেপ্টেম্বর ছিল গুগলের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর গুগলের কার্যক্রম শুরু হয়েছিল। তবে ২০১৩ সালে ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছিল ২৭ সেপ্টেম্বর। যদিও বিষয়টি সেভাবে স্পষ্ট করেনি গুগল।
যেভাবে শুরু
১৯৯৫ সালে সের্গেই ব্রিনের সঙ্গে পরিচয় হয়েছিল ল্যারি পেজের। সে সময় পেজ ছিলেন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পিএইচডির ছাত্র এবং ব্রিন তখন স্ট্যানফোর্ডে ভর্তির কথা ভাবছিলেন। ১৯৯৬ সালে ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন ‘ব্যাকরাব’ নামক একটি সার্চ ইঞ্জিনে কাজ শুরু করেন। সে সময় এ সার্চ ইঞ্জিনটি হোস্ট করা হয়েছিল স্ট্যানফোর্ডের সার্ভারে যা তখন অনেক ব্যান্ডউইথ ব্যবহার করত। ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর গুগল ডটকম নামের ডোমেইনটি কেনা হয়।
গুগল মূলত এসেছে googol শব্দটি থেকে যার মানে হলো ১-এর পর একশোটি শূন্য। ধারণা করা হয় দুই সহ-প্রতিষ্ঠাতা অসীম সংখ্যক তথ্য এ প্ল্যাটফর্মটি থেকে প্রদান করতে চান বলেই এ নামটি বেছে নিয়েছিলেন।
১৯৯৮ সালে ‘গুগল ফ্রেন্ডস নিউজলেটার’ চালু করেন ল্যারি পেজ। প্রতি মাসে গুগলের সর্বশেষ আপডেট জানানো হতো এর মাধ্যমে। পরবর্তীতে ব্লগ এবং গুগল প্লাস এ জায়গাটি দখল করে নেয়।
১৯৯৮ সালে গুগলের জন্য প্রথম বিনিয়োগ পাওয়া গিয়েছিল। সানের সহ-প্রতিষ্ঠাতা অ্যান্ডি বেকটোলশেইম সে সময় এক লাখ ডলার বিনিয়োগ করেছিলেন সার্চ ইঞ্জিনটিতে। গুগল সম্পর্কে ছোট একটি ডেমো দেখার পর পরই তিনি বিনিয়োগের চেক লিখে দেন।
মজার বিষয় হলো, চেকটি পাওয়ার পরও ব্যাংকে জমা দিতে সময় লেগেছিল প্রায় দুই সপ্তাহ। কারণ তখন পর্যন্ত গুগল প্রাতিষ্ঠানিকভাবে নিবন্ধিত ছিল না।
১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে নিবন্ধন লাভ করে গুগল। এর পরই দুই প্রতিষ্ঠাতা গুগলের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট চালু করে তাতে বিনিয়োগের চেক জমা করেন।
গুগলের প্রথম কর্মী ছিলেন ক্রেইগ সিলভারস্টেইন। দশ বছরের বেশি সময় তিনি এখানে কাজ করেছিলেন। পরবর্তীতে খান একাডেমিতে যোগ দেন ক্রেইগ।
গুগলের প্রথম কার্যালয় খোলা হয়েছিল এক বন্ধুর গ্যারেজে। ১৯৯৯ সালে সেখান থেকে পালো আল্টর একটি ভবনে কার্যালয় স্থানান্তর করা হয়।
ইয়াহুর ভুল
গুগল যখন সবেমাত্র পরিচিতি পেতে শুরু করেছে সে সময় ইয়াহু একটি প্রতিষ্ঠিত ইন্টারনেট ভিত্তিক কোম্পানি। নব্বইর দশকে ইন্টারনেট জগৎ দাপিয়ে বেড়িয়েছে প্রতিষ্ঠানটি। মজার বিষয় হলো, ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন যখন তাদের সার্চ ইঞ্জিনটি তৈরি করলেন তার কিছুদিন পর তাদের মনে হলো লেখাপড়ায় মনোনিবেশ করা দরকার। আর এজন্য তাদের তৈরি করা পুরো সিস্টেম ইয়াহুর কাছে বিক্রি করে দিতে চেয়েছিলেন। ১৯৯৭ সালে মাত্র এক মিলিয়ন ডলারে সার্চ ইঞ্জিনটি কিনে নেওয়ার জন্য ইয়াহুকে প্রস্তাব দিলেন তারা। তবে এর আগে পুরো সিলিকন ভ্যালির অনেক উদ্যোক্তার কাছেই তারা গিয়েছিলেন। সবাই তো তাদের ফিরিয়ে দিয়েছিলই, একই কাজ করেছে ইয়াহুও। তখন ইয়াহুর কাছে মনে হয়েছিল তাদের ডিরেক্টরি ভিত্তিক সার্চ ইঞ্জিনই সব সময় বাজার ধরে রাখবে।
২০০২ সালে আরো একবার ইয়াহুকে গুগল কিনে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। সে সময় তিন বিলিয়ন ডলার দাম চাওয়া হয়েছিল। তবে দ্বিতীয়বারের মতোও ভুল করেছিল ইয়াহু।
সমৃদ্ধির শুরু
২০০১ সালে ডেজা ডটকম নামের একটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করে গুগল। এটি ছিল একটি অনলাইন ফোরাম ওয়েবসাইট। সে সময় ওয়েবসাইটটিতে ৫০ কোটির বেশি টপিক নিয়ে ডিসকাশন ছিল।
২০০২ সালে বিজ্ঞাপন ব্যবসা চালু করে গুগল। এর মাধ্যমে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ‘কস্ট পার ক্লিক’ পদ্ধতিতে বিজ্ঞাপন দিতে পারত।
২০০৩ সালে অ্যাডসেন্স চালু করা হয়। এর মাধ্যমে বিজ্ঞাপন ব্যবসা আরো বড় করার সুযোগ পেয়েছিল গুগল। বিভিন্ন সেবা বাড়ানোর সঙ্গে পাল্লা দিয়ে কর্মীসংখ্যাও বাড়াতে থাকে প্রতিষ্ঠানটি। একপর্যায়ে এত বেশি কর্মী হয়েছিল যে অফিসে তাদের বসার জায়গার ব্যবস্থা করতেও হিমশিম খেতে হয়েছিল।
২০০৪ সালে মাউন্টেন ভিউর ‘গুগলপ্লেক্স’-এ চলে যায় গুগলের কার্যালয়। একই বছরের এপ্রিলে চালু হয় জনপ্রিয় ইমেইল সার্ভিস জিমেইল। এ ছাড়া পিকাসা কিনে নেওয়া এবং শেয়ার বাজারে যুক্ত হওয়ার ঘটনাও ঘটেছিল এ বছরেই।
মূলত এর পর থেকেই ইন্টারনেট দুনিয়ায় গুগলের আধিপত্য বিস্তার শুরু। একের পর এক বিভিন্ন সেবা চালুর মাধ্যমে গ্রাহক যেমন বাড়তে থাকে তেমনি বাড়তে থাকে আয়ের পরিমাণও।
এ সময়ের মধ্যে গুগল এমন কিছু সেবা চালু করেছে যা ব্যবহারকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। তবে খুব একটা জনপ্রিয়তা না পাওয়ার কারণে বন্ধ করে দিতে হয়েছে গুগলের এমন প্রকল্পের সংখ্যাও নেহায়েত কম নয়।
গুগলের লোগো
গুগলের লোগো শুরু থেকে বেশ কয়েকবার পরিবর্তন করা হয়েছে। প্রথম লোগোটি ছিল সের্গেই ব্রিনের বানানো। এরপর রুথ ক্যাডার নামক একজন ডিজাইনারের তৈরি করা লোগো ব্যবহার করা হয়েছিল ১৯৯৯ থেকে ২০১৩ পর্যন্ত। তবে এরই মধ্যে বিশেষ বিশেষ দিনে বদলে যেত লোগো। পরিবর্তিত এ লোগোর নাম দেওয়া হয় ডুডল। যে লোগোতে সবচেয়ে বেশি পরিচিত গুগল, সেটি তৈরি করা হয়েছিল ২০১০ সালে। তবে এর আগে পরেও লোগোতে ছোটখাটো পরিবর্তন আনা হয়েছিল।
বর্তমানে যে লোগোটি ব্যবহূত হচ্ছে সেটি ২০১৫ সালে উন্মুক্ত করা হয়।