আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ মঙ্গলবার বিকালে সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলামের কাছে তার কার্যালয়ে বসে মনোনয়নপত্র দাখিল করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার, জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফজলুল হক, সাধারন সম্পাদক মাহাবুব হোসেন মুন্সি, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারন সম্পাদক কামাল বেপারী, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোশারফ হোসেন, জগন্নাত বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান সাদিক, পৌর বিএনপির দপ্তর সম্পাদক সাহেদ হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক শিকদার মামুন, উপজেলা যুবদল নেতা মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সভাপতি কাওসার হোসেন নান্না, সাধারন সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।
মনোনয়নপত্র দাখিলের পর আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি শতভাগ আশাবাদী ধানের শীষে নিয়ে বিপুল ভোটে বিজয় হবো।