সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ১৫ পিস মাদকসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে সদর ইউনিয়নের উকিল পাড়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার সামনের সড়ক থেকে মো.সাইফ উল্লাহ (২২) নামের ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ধর্মপাশা থানার ওসি এজাজুল ইসলাম জানান, উপজেলার সদর ইউনিয়নের উকিল পাড়ার বাসিন্দা মৃত নূরুল হকের ছেলে সাইফ উল্লাহ এলাকায় চিহ্নিত মাদক কারবারী হিসেবে পরিচিত। সে দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের রমরমা ব্যবসা চালিয়ে আসছিল। পাশাপাশি পুলিশও তাকে মাদকসহ আটকের চেষ্টা চালিয়ে আসছিল। সোমবার রাতে উকিল পাড়া হাফিজিয়া নূরানী মাদ্রাসার সামনের সড়কে সাইফ ইয়াবা বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ সাইফ উল্লাকে আটক করা হয়।
তিনি জানান, ওইদিন রাতেই ওই মাদক কারবারী নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়েরের পর আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।