মুখোমুখি
ম্যানসিটি-হফেনহেইম
বায়ার্ন মিউনিখ-আয়াক্স
ম্যানইউ-ভ্যালেন্সিয়া
লুঝনিকি স্টেডিয়ামে ফিরছেন লুকা মডরিচ। ফিরছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের কাছে হারের কষ্টের স্মৃতি নিয়ে। মস্কোর এই স্টেডিয়ামেই আজ রাতে ক্রোয়েশিয়ান তারকা মিডফিল্ডার লড়বেন ইউরোপের ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরে। সিএসকেএ মস্কোর বিপক্ষে ফিফার বর্ষসেরা ফুটবলার প্রতিনিধিত্ব করবেন রিয়াল মাদ্রিদকে। যেখানে ফুটবল মহাযজ্ঞে ক্রোয়েশিয়ার প্রথমবারের মতো বিশ্বসেরা হওয়ার স্বপ্নটা দুঃস্বপ্নে রূপ নিয়েছিল। ক্যারিয়ারের এ বাজে স্মৃতিটা ভুলে যাওয়া মডরিচের জন্য কঠিনই হবে। তার ওপর মাদ্রিদে নিজের ষষ্ঠ মৌসুমে এই প্রথম মডরিচ চ্যাম্পিয়নস লিগের ম্যাচ খেলতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো কিংবা গ্যারেথ বেলকে ছাড়া।
সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। নিজেদের মানের ফুটবল খেলা উপহার দিতে পারছে না স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। টানা দুই ম্যাচ ধরে জয়বঞ্চিত তারা। সেভিয়ার মাঠে ৩-০ গোলে উড়ে গিয়ে জয়ের ধারায় ফিরতে পারেনি নিজের মাঠেও। মাদ্রিদ ডার্বিতে আটলেটিকোর সঙ্গে গোলশূন্য ড্র-ই যে ছিল তাদের নিয়তি। আক্রমণ ও রক্ষণভাগের দুর্বলতার বাজে অভিজ্ঞতা নিয়ে যেতে হচ্ছে মস্কো সফরে।
রিয়ালের রক্ষণদুর্গে তেড়েফুঁড়ে ভয় ধরিয়েছিল সেভিয়া। তবে আটলেটিকোর বিপক্ষে রক্ষণটা সামলাতে পারলেও ফরোয়ার্ড ছিল যাচ্ছেতাই। গোলের দেখাই মেলেনি। নিজেদের শ্রেষ্ঠত্ব দেখাতে পারেনি। রিয়ালের হয়ে গত দুই ম্যাচে যে ভালো খেলেছেন সেই গ্যারেথ বেল আটলেটিকোর বিপক্ষে মাঠ ছাড়েন ইনজুরি নিয়ে। আজ মস্কোতে খেলতে পারবেন না ওয়েলসের এই তারকা উইঙ্গার। চলতি মৌসুমে চার গোল করা বেল দর্শক হয়ে আছেন ঊরুর চোট নিয়ে। অধিনায়ক সার্জিও রামোস, ডিফেন্ডার মার্সেলো ও মিডফিল্ডার ইসকোও নেই গত টানা তিনবারের চ্যাম্পিয়ন রিয়ালের দলে। ইনজুরির তালিকাটা দীর্ঘ হওয়ায় দুশ্চিন্তার কালো মেঘ জমেছে সান্তিয়াগো বার্নাব্যু শিবিরের আকাশে। তবে ‘জি’ গ্রুপে নিজেদের উদ্বোধনী ম্যাচে রোমার বিপক্ষে ৩-০ গোলের জয় উৎসাহ জুগিয়ে যাবে কোচ জুলেন লোপেতেগুইয়ের শিষ্যদের।
লাল কার্ডের খড়্গ নিয়ে মাঠের লড়াইয়ের বাইরে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ আসরের নিষেধাজ্ঞা থাকায় পর্তুগিজ মহাতারকাকে ছাড়াই আজ ইয়ং বয়েজের বিপক্ষে মাঠে নামছে জুভেন্টাস। গুরুত্বপূর্ণ সদস্য দলের বাইরে থাকলেও চিন্তা করছে না ইতালিয়ান লিগে শুরু থেকে এখনো পর্যন্ত অজেয় কোচ ম্যাসিমিলিয়ানো আলেগ্রির দল। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী সিআর সেভেনকে ছাড়াই প্রতিপক্ষকে সামলে নিতে আত্মবিশ্বাসী বিয়ানকোনেরি শিবির। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়ে সেই সামর্থ্যের প্রমাণও দিয়েছে জুভরা।
অন্যদিকে চ্যাম্পিয়নস লিগের অভিযাত্রাটা জয় দিয়ে শুরু করতে পারেনি অন্যতম ফেভারিট ম্যানচেস্টার সিটি। গ্রুপের প্রথম ম্যাচে নিজের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে অলিম্পিক লিঁওর কাছে আত্মসমর্পণ করে ফুটবল দুনিয়াকে হতবাক করে কোচ পেপ গার্দিওলার দল। আজ হফেনহেইমের মাঠের ম্যাচ দিয়ে ইউরোপ সেরার লড়াইয়ে জয় ছিনিয়ে নিতে মরিয়া হয়ে আছে প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাবটি। আর দেশের মাটিতে নিজেকে মেলে ধরার সুবর্ণ সুযোগ পাচ্ছেন লেরয় সানে। জোয়াকিম লোর বিশ্বকাপ দল থেকে আশ্চর্যজনকভাবে বাদ পড়া সানে জার্মানিকে নিশ্চয়ই দেখিয়ে দেবেন তারা কী মিস করেছে। আর বায়ার্ন মিউনিখ অ্যালিয়াঞ্জ এরিনায় আতিথ্য দেবে আয়াক্সকে। ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে ভ্যালেন্সিয়ার বিপক্ষে।